ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো দুইজন

সংগৃহীত ছবি

ভারতে সাজাভোগ শেষে দেশে ফিরলো দুইজন

অনলাইন ডেস্ক

ভারতের অবৈধভাবে প্রবেশের অভিযোগে আটক হয়ে বিভিন্ন মেয়াদে সাজভোগ শেষে দেশে ফিরেছেন দুই বাংলাদেশি নাগরিক। আজ সোমবার (৮ এপ্রিল) দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে তাদের দেশে ফেরত নেওয়া হয়।  

ভারতের আগরতলায় নিযুক্ত বাংলাদেশ সহকারি হাইকমিশনের মাধ্যমে তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়।  

ফেরত আসা দুই নাগরিক হলেন- ঢাকা কেরানীগঞ্জের হাসনাবাদ এলাকার সাথী আক্তার ও ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার পেয়ারাকান্দি গ্রামের মো. মাসুদ মাহাদী।

এর মধ্যে সাথী আক্তারে ছয় মাস জেল খাটেন এবং প্রায় দুই বছরের মতো সেখানে তাকে থাকতে হয়। মাসুদ মেহেদীর জেল হয় এক মাসের। এরপর আরো এক বছর তাকে সেখানে থাকতে হয়।

তাদেরকে বাংলাদেশের পাঠানোর সময় আখাউড়া স্থলবন্দরে উপস্থিত ছিলেন- ত্রিপুরায় বাংলাদেশ সহকারি হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার দে, আখাউড়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) এসএম রাহাতুল ইসলাম, ৪২ বিএসএফ কম্পানি কমান্ডার প্রশান্ত কুমার, ইমিগ্রেশন ইনচার্জ মোহাম্মদ খাইরুল আলম, বিজিবির এর আখাউড়া আইসিপি ক্যাম্প কমান্ডার হাবিলদার মো. শাহ আলম প্রমুখ।

এ সময় ফেরত আসাদের স্বজনরাও সেখানে উপস্থিত ছিলেন।

ফেরত আসা মো. মাসুদ মাহাদী জানান, প্রায় একবছর আগে আখাউড়া উপজেলার রাজাপুর সীমান্ত এলাকায় ঘুরতে যান তিনি। তখন নিজের অজান্তেই সীমানা অতিক্রম করে ঘুরাঘুরি করার সময় ভারতীয় বাহিনীর হাতে আটক হন। পরে আদালত তাকে একমাসের সাজা দেন। সাজা শেষে তিনি সেখানকার একটি ‘হোমে’ ছিলেন।  

ত্রিপুরায় বাংলাদেশের সহকারি হাইকমিশনের প্রশাসনিক কর্মকর্তা চঞ্চল কুমার দে সাংবাদিকদের জানান, সাজাভোগের পর তাদের বাংলাদেশের পরিচয় সম্পর্কে নিশ্চিত হয়ে দেশে পাঠানোর ব্যবস্থা করা হয়। দুই ব্যক্তির স্বজনরা এসে আখাউড়া স্থলবন্দর এলাকা থেকে তাদের বুঝে নেন।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক