ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ

বগি লাইনচ্যুত

ট্রেনের বগি লাইনচ্যুত, উত্তরাঞ্চলের সঙ্গে যোগাযোগ বন্ধ

নওগাঁ প্রতিনিধি

সান্তাহার জংশন স্টেশনের অদুরে বাগবাড়ী নামক স্থানে খুলনা থেকে ছেড়ে আসা চিলাহাটিগামী আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হয়েছে। সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে লাইচ্যুতির এ ঘটনা ঘটে।

সান্তাহার স্টেশন ম্যানেজার রেজাউল ইসলাম ডালিম জানান, আন্ত:নগর সীমান্ত এক্সপ্রেস ট্রেনটি সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে দুই ঘণ্টা বিলম্বে সান্তাহার জংশন স্টেশনে পৌঁছে। ৫ মিনিট পর সান্তাহার জংশন স্টেশন থেকে চিলাহাটির উদ্দেশ্যে থেকে ছেড়ে যায়।

সান্তাহার জংশন স্টেশন থেকে ছেড়ে ৫ কিলোমিটার যাওয়ার পর বাগবাড়ী নামক স্থানে ট্রেনের ৭নং বগি লাইনচ্যূত হয়। এ সময় জরুরিভাবে ট্রেনটি থামিয়ে দেওয়া হয়।

সোমবার সকাল নয়টার দিকে দুর্ঘটনা কবলিত ট্রেনের সামনের ছয়টি বগিতে যাত্রী নিয়ে চারটি বগি রেখে চিলাহাটির উদ্দেশ্যে ছেড়ে যায়। ঘটনার পর থেকে উত্তরাঞ্চলের সঙ্গে রাজশাহী, ঢাকাসহ সকল রুটে ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

সান্তাহার জংশন স্টেশন সুত্রে জানা গেছে, সকাল ১০টার দিকে ঈশ্বরদি থেকে উদ্ধারকারী একটি ট্রেন সান্তাহার জংশন স্টেশনের এসে পৌঁছে। সাড়ে ১০টার দিকে ঘটনাস্থল বাগবাড়ীতে উদ্ধারকারী ট্রেন পৌঁছে উদ্ধার কাজ শুরু করেছে।

এদিকে, রাজশাহী ও ঢাকা থেকে ছেড়ে আসার ট্রেনগুলো সান্তাহার জংশন স্টেশনে এবং চিলাহাটি, দিনাজপুর, রংপুর থেকে ছেড়ে আসা ট্রেনগুলো আক্কেলপুর, জয়পুরহাটসহ বিভিন্ন স্টেশনে অপেক্ষা করছে।

সান্তাহার জিআরপি থানার ওসি মনিরুল ইসলাম জানান, সীমান্ত এক্সপ্রেস ট্রেন লাইনচ্যুত হওয়ার পর পরই ট্রেনের যাত্রীদের নিরাপত্তার জন্য জিআরপি পুলিশ ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। ট্রেনের উদ্ধার কাজ শেষ না হওয়া পর্যন্ত নিরাপত্তা বহাল রাখা হবে।

(নিউজ টোয়েন্টিফোর/রানা/তৌহিদ)