মুকুট পুনরুদ্ধার করলেন মোস্তাফিজ

সংগৃহীত ছবি

মুকুট পুনরুদ্ধার করলেন মোস্তাফিজ

অনলাইন ডেস্ক

আইপিএলে ফিরেই ফের মুকুট পুনরুদ্ধার করলেন বাংলাদেশি পেসার মোস্তাফিজুর রহমান। আইপিএলে সর্বোচ্চ উইকেটশিকারির কাছে থাকে পার্পেল ক্যাপ (বেগুনি টুপি)। জাতীয় দলের প্রয়োজনে দেশে ফেরার আগে যা ছিল ফিজের কাছেই। তবে চেন্নাই সুপার কিংসের হয়ে এক ম্যাচ খেলতে না পারায় তা চলে যায় যুজবেন্দ্র চাহালের কাছে।

 

আজ সোমবার (৮ এপ্রিল) সেই ক্যাপ আবার পুনরুদ্ধার করেছেন মোস্তাফিজ। কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে ৪ ওভার হাত ঘুরিয়ে মাত্র ২২ রান দিয়ে তিনি নেন ২ উইকেট। দুটি উইকেটই আসে শেষ ওভারে।

দেশে ফেরার কারণে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে চেন্নাইয়ের হয়ে শেষ ম্যাচ খেলা হয়নি মোস্তাফিজের।

তবে দলটির সঙ্গে যোগ দেওয়ার পরেই আজ এমএ চিদাম্বরম স্টেডিয়ামে চেন্নাই একাদশে ফেরানো হয় এই বাঁহাতি পেসারকে।  

পাওয়ারপ্লেতে চেন্নাইয়ের বাকি বোলাররা যখন খরুচে ছিল, তখন ২ ওভারে ফিজ দেন মাত্র ১২ রান। পরের ওভারে ৯ রান দিলেও, শেষ ওভারে মাত্র দেন ১ রান। আর তুলে নেন শ্রেয়াস আইয়ার ও মিচেল স্টার্কের উইকেট। তাতেই রাজস্থান রয়্যালসের চাহালকে পেছনে ঠেলে ৪ ম্যাচে ৯ উইকেট শিকারে তিনি পেয়ে যান পার্পেল ক্যাপ।

মোস্তাফিজের এমন আঁটসাঁট বোলিংয়ের দিনে টসে হেরে কলকাতা আগে ব্যাটিং করে ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে করেছে ১৩৭ রান। সর্বোচ্চ ৩৪ রান আসে আইয়ারের ব্যাট থেকে। চেন্নাইয়ের হয়ে তিনটি করে উইকেট পেয়েছেন তুষার দেশপান্ডে ও রবীন্দ্র জাদেজা।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক