বাস সংকট, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে ঈদযাত্রা

বাস সংকট, জীবনের ঝুঁকি নিয়ে ট্রাকে চড়ে ঈদযাত্রা

অনলাইন ডেস্ক

দেশের বিভিন্ন প্রান্তে যেতে বাসের সংকট দেখা দিয়েছে। এ জন্য ট্রাক ভাড়া করে একেক জেলার বাসিন্দারা দলবদ্ধ হয়ে জীবনের ঝুঁকি নিয়ে ঈদযাত্রা করছেন।

সোমবার (০৮ এপ্রিল) রাতে ঢাকা-ময়মনসিংহ রোডে শত শত ট্রাকে চড়ে এমন ঈদযাত্রার চিত্র দেখা গেছে। অনেকে ট্রাকের পাশে ঝুলে বা বসে যাচ্ছেন বাড়ির উদ্দেশ্যে।

রংপুরের উদ্দেশ্যে রওনা হওয়া একটি ট্রাকের যাত্রী ও চালকের সঙ্গে নিউজ টোয়েন্টিফোরের কথা হয়। এ সময় চালক রাজিব মিয়া জানান, ১৫ জন যাত্রী ট্রাকটি ২০ হাজার টাকায় ভাড়া করেছেন। তারা বাস পাচ্ছেন না বলে ট্রাকে করে যাবেন। যেহেতু তাদের নামিয়ে দিয়ে খালি আসতে হবে, তাই তিনি বেশি ভাড়া নিয়েছেন।

তবে পথে কোনো চাঁদাবাজি নেই বলে জানান তিনি।

ট্রাকের যাত্রী এক গণমাধ্যমকর্মী তৌহিদুল ইসলাম জানান, তিনি ও বাকি যাত্রীরা রংপুর যাবেন। তিনি একটি বেসরকারি টেলিভিশনে কাজ করেন। এক ঈদে তিনি ছুটিতে বাড়ি যান। এবারও তাই পরিবার পরিজনদের সঙ্গে ঈদ করতে যাচ্ছেন। বাস কাউন্টারে গিয়ে দেখেন বাস নেই। পরে নিজেরা নিজেরা কথা বলে এই ট্রাকটি ঠিক করেছেন। একটু ঝুঁকি হলেও এতে তাদের সমস্যা হচ্ছে না বলে জানান তিনি।

news24bd.tv/কেআই