ময়মনসিংহে কখন, কোথায় ঈদের জামাত?

ঈদুল ফিতরের জামাত

ময়মনসিংহে কখন, কোথায় ঈদের জামাত?

ময়মনসিংহ প্রতিনিধি:

ময়মনসিংহ জেলার প্রায় আড়াই হাজার স্থানে ঈদুল ফিতরের জামাত অনুষ্ঠিত হবে। ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল ৮টায় নগরীর আঞ্জুমান ঈদগাহ মাঠে। একই স্থানে দ্বিতীয় জামাত হবে সকাল পৌনে ৯টায়। প্রথম জামাতে ইমামতি করবেন আঞ্জুমান ঈদগাহ মসজিদের পেশ ইমাম হাফেজ মুফতী আব্দুল্লাহ আল মামুন।

ইতিমধ্যে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ইসলামিক ফাউন্ডেশনের ময়মনসিংহ বিভাগীয় পরিচালক তৌহিদুল আনোয়ার।

এ ছাড়াও ঐতিহ্যবাহী বড় মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৯টায়, আকুয়া মাদানীনূর মার্কাজ মসজিদ মাঠে সকাল সোয়া ৭টায়, ময়মনসিংহ মার্কাজ মসজিদে সকাল ৮টায়, গোপাল নগর ভাটি পাড়া ঈদগাহ মাঠে সকাল ৯টায়, গাঙ্গিনারপাড়া জামে মসজিদে সকাল ৮টায়, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় জামে মসজিদ ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮টায়, বলাশপুর ঈদগাহ মাঠে সকাল ৯টায় অনুষ্ঠিত হবে। এ ছাড়াও জেলার ৭৩টি স্থানে বড় পরিসরে ঈদের জামাত অনুষ্ঠিত হবে।

প্রশাসনের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ মাঠগুলোতে নিরাপত্তা জোরদারের কথা জানিয়ে তৌহিদুল আনোয়ার আরও বলেন, আবহাওয়া অনুকূলে থাকলে ঈদ জামাতের নামাজ হবে মাঠে।

তবে আবহাওয়া প্রতিকূলে থাকলে নামাজ মসজিদে অনুষ্ঠিত হবে।

news24bd.tv/কেআই

এই রকম আরও টপিক