ভরদুপুরে রাতের অন্ধকার নেমে এলো ম্যাক্সিকোতে!

সূর্যগ্রহণ

ভরদুপুরে রাতের অন্ধকার নেমে এলো ম্যাক্সিকোতে!

অনলাইন ডেস্ক

মেক্সিকোতে বহুল প্রতীক্ষিত পূর্ণগ্রাস সূর্যগ্রহণ হয়েছে। সোমবার (৮ এপ্রিল) স্থানীয় সময় বেলা ১১টা ৭ মিনিটে (ইস্টার্ন টাইম জোন অনুযায়ী ২টা ৭ মিনিট) দেশটির  মাজাতলানের বাসিন্দারা এ সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন।

বিবিসি জানায়, এ সময় চাঁদ সূর্যকে পুরোপুরি ঢেকে ফেলে এবং ওই অঞ্চলটিতে রাতের অন্ধকারের মতো হয়ে পড়ে। এমনটি ৪ মিনিটেরও বেশি সময় স্থায়ী ছিল।

 

সূর্যগ্রহণের অপেক্ষারত সাধারণ মানুষ ওই সময় উচ্ছ্বাস প্রকাশ করেন। মেক্সিকোর পরে এমন প্রকৃতির নিদর্শন প্রত্যক্ষ করেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের বাসিন্দারা।  

যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকোর নির্দিষ্ট কিছু স্থান থেকে দেখা যায় এই পূর্ণগ্রাস সূর্যগ্রহণ। এছাড়া স্পেন, যুক্তরাজ্য, পর্তুগালসহ অন্য আরও কয়েকটি দেশের নাগরিকরা আংশিক সূর্যগ্রহণ প্রত্যক্ষ করেন।

 

জ্যোতির্বিজ্ঞানীদের মতে, এই সূর্যগ্রহণের বিশেষত্ব হলো এর স্থায়িত্ব। অপেক্ষাকৃত বেশি সময় ধরে এই গ্রহণ স্থায়ী হয়। চার মিনিট গ্রহণ গত ৫০ বছরে কখনো হয়নি।
news24bd.tv/আইএএম