শিগগিরই জিম্মি নাবিকদের ফিরিয়ে আনার আশা নৌপ্রতিমন্ত্রীর

সংগৃহীত ছবি

শিগগিরই জিম্মি নাবিকদের ফিরিয়ে আনার আশা নৌপ্রতিমন্ত্রীর

অনলাইন ডেস্ক

ভারত মহাসাগরে সোমালিয়ার জলদস্যুদের হাতে জিম্মি নাবিকদের শিগগিরিই দেশে ফিরিয়ে আনতে পারবেন বলে আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী। তিনি বলেছেন, আমাদের প্রথম লক্ষ্য, নাবিকদের সুস্থভাবে ফিরিয়ে আনা। আশা করছি অল্প কিছুদিনের মধ্যে জাহাজ উদ্ধার করতে পারবো।

আজ মঙ্গলবার (৯ এপ্রিল) সচিবালয়ে নৌ পরিবহন প্রতিমন্ত্রী এসব কথা বলেন।

নৌপ্রতিমন্ত্রী বলেন, আমরা আশা করছি, অল্প কিছুদিনের মধ্যে জাহাজ উদ্ধার করতে পারবে এবং সুস্থভাবে আমাদের নাবিকদের ফিরিয়ে আনতে পারবো। এখনও পর্যন্ত পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণে আছে। আশা ছিল ঈদের আগে জাহাজটি উদ্ধার করতে পারবো, সেটা আর হলোনা।  তবে শিগগিরই এর সমাধান হবে।

 

তিনি আরও বলেন, বিষয়টি এত সহজ নয়, অনেকটাই জটিল। যারা জাহাজ এবং নাবিকদের আটক করেছে তারা মানুষ না, তারা দস্যু। তাদেরকে আন্তর্জাতিকভাবেই মোকাবিলা করতে হয়। সেটাই করছি আমরা। এ মাসের মধ্যেই এই বিষয়ে একটা সুষ্ঠু সমাধান হবে আশা করছি। জাহাজ এবং নাবিকদের আমরা উদ্ধার করতে পারবো।

এদিকে, নৌপথে ঈদযাত্রার বিষয়ে প্রতিমন্ত্রী বলেছেন, কোথাও কোনো ভোগান্তির অভিযোগ পাওয়া যায়নি। পদ্মাসেতুর ফলে নৌপথে মানুষের ভোগান্তি কমেছে। নৌ পথে এখন চাপ আছে, তবে সেটা ভোগান্তি নয়।

news24bd.tv/SHS