যশোর বোর্ডে জেএসসিতে ৮৪.৬১, প্রাথমিকে ৯৭.৮৪ পাস

যশোর বোর্ডের শিক্ষার্থীরা

যশোর বোর্ডে জেএসসিতে ৮৪.৬১, প্রাথমিকে ৯৭.৮৪ পাস

যশোর প্রতিনিধি

জুনিয়র স্কুল সার্টিফিকেট পরীক্ষায় যশোর বোর্ডে পাসের হার ৮৪.৬১ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৭ হাজার ২৫৬জন পরীক্ষার্থী। এবছর পাসের হার বাড়লেও জিপিএ-৫ এর সংখ্যা কমেছে যশোর বোর্ডে। গতবছর জিপিএ-৫ পেয়েছিল ১৪ হাজার ৬১২জন।

পাশের হার ছিল ৮৩.৪২।

যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মাধব চন্দ্র রুদ্র জানিয়েছেন, চতুর্থ বিষয় না থাকায় এ বছর যশোর বোর্ডে জিপিএ-৫ এর সংখ্যা কমেছে। তবে এ বছরও এগিয়ে আছে ছাত্রীরা।

অপরদিকে প্রাথমিক সমাপনিতে যশোর জেলায় পাশের হার ৯৭.৮৪ শতাংশ।

জিপিএ-৫ পেয়েছে ৫ হাজার ৬৫১জন। ৪১ হাজার ২৩১জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৪০ হাজার ২০৩ জন।

ইবতেদায়ি পরীক্ষায় পাশের হার ৯৮.৪২ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১০২ জন। ৬ হাজার ৫৮৮জন পরীক্ষায় অংশ নিয়ে কৃতকার্য হয়েছে ৬ হাজার ৪৮৫জন।

(নিউজ টোয়েন্টিফোর/রিপন/তৌহিদ)
 

সম্পর্কিত খবর