ঈদ করতে এসে গ্রেপ্তার হুমায়ুন আজাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

অধ্যাপক হুমায়ুন আজাদ।

ঈদ করতে এসে গ্রেপ্তার হুমায়ুন আজাদ হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি

অনলাইন ডেস্ক

সৌদি আরব থেকে পরিবারের সঙ্গে ঈদ করতে এসে গ্রেপ্তার হলেন আলোচিত হুমায়ুন আজাদ হত্যা মামলার মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি নুর মোহাম্মদ। গতকাল সোমবার (৮ এপ্রিল) হযরত শাহজালাল আন্তজার্তিক বিমানবন্দর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে এন্ট্রি টেরোরিজম ইউনিট।

সকালে গুলশানে সংবাদ সম্মেলনে সংস্থাটির প্রধান রুহুম আমিন জানান, হত্যা মিশনে সরাসরি অংশ নিয়েছেন নুর মোহাম্মদ। হুমায়ুন আজাদকে এলোপাতাড়ি দায়ের কোপ দেওয়ার কথা স্বীকার করেছেন তিনি।

ঐ ঘটনার পর ভিন্ন নামে পাসপোর্ট নিয়ে সৌদি আরব পাড়ি জমান নুর। পরিবারসহ সেখানেই বসবাস করছিলেন।

গতকাল ঈদ করতে দেশে আসলে তাকে গ্রেপ্তার করে এন্ট্রি টেরোরিজম ইউনিট। দীর্ঘদিন তার ওপর নজর রাখছিলো সংস্থাটি।

হুমায়ুন আজাদ হত্যা মামলার মৃত্যুদন্ডপ্রাপ্ত আরেক পলাতক আসামী সালাহউদ্দিন সালেহ পাশ্ববর্তী দেশ ভারতে আত্মগোপনে রয়েছে বলেও জানায় সংস্থাটির প্রধান রুহুল আমিন।

জানা যায়, নুর মোহাম্মদ চাপাতি দিয়ে সরাসরি অধ্যাপক হুমায়ুন আজাদের ঘাড়ে ও গলায় কুপিয়ে জখম করেছিলেন। তিনি জানতেন, হুমায়ুন আজাদ মারা গেছেন; এটা নিশ্চিত জেনে ঘটনাস্থল ত্যাগ করেন। পরে অধ্যাপক আজাদ জার্মানিতে মারা যান।

news24bd.tv/DHL