মসজিদে গিয়ে মুসলিমদের যে বার্তা দিলেন ট্রুডো

মসজিদ দেখতে যান ট্রুডো

মসজিদে গিয়ে মুসলিমদের যে বার্তা দিলেন ট্রুডো

অনলাইন ডেস্ক

গত মঙ্গলবার (২ এপ্রিল) কানাডায় ভোর সাড়ে ৪টার দিকে উইনিপেগের এলিস এভিনিউ মসজিদ ও ইসলামিক সেন্টারে সন্ত্রাসীদের হামলার ঘটনা ঘটে। এই ঘটনার পর সেখানকার মুসলিম বাসিন্দারা উদ্বিগ্ন। পবিত্র রমজানে মুসলিমরা রোজা পালন করেন এবং বেশিরভাগ সময় নামাজ ও সেবামূলক কাজে সময় কাটান। কিন্তু ভয়ে থাকছেন।

এ খবর শুনে গত সোমবার কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে মসজিদে গিয়ে দেখা করেছেন। তিনি মুসলিমদের নিরাপত্তার প্রতিশ্রুতি দিয়েছেন।
কেন্দ্রের পরিচালক আদনান সিদ্দিকী বলেন, ট্রুডোর প্রতিশ্রুতিতে আমরা সাহস পেয়েছি। রাত পোহালেই ইদ।
আমরা আমাদের ধর্মীয় উৎসব নির্বিঘ্নে পালন করতে যাচ্ছি।
গতকাল সোমবার ( ৮ এপ্রিল)  সামাজিক যোগাযোগমাধ্যমে এক পোস্টে জাস্টিন ট্রুডো বলেন, সম্প্রতি উইনিপেগের একটি মসজিদে হামলার ঘটনা ঘটেছে। এই ঘটনা পুরো সম্প্রদায়কে নাড়া দিয়েছে। আমি মুসলিম কমিউনিটির নেতাদের সঙ্গে দেখা করেছি। আমরা তাদের নিরাপত্তা রক্ষা ও ইসলামোফোবিয়ার বিরুদ্ধে লড়াই করার প্রতিশ্রুতি দিয়েছি। প্রার্থনাস্থলে কাউকে ভয় অনুভব করতে হবে না।
সিবিসি কানাডার খবরে বলা হয়েছে, উইনিপেগের ওয়েস্ট এন্ডের একটি মসজিদে গত সপ্তাহে ভাঙচুরের চেষ্টা করা হয়েছে। পবিত্র রমজান মাসে এমন ঘটনায় মুসলিম সম্প্রদায়ের লোকেরা ভীত হয়ে পড়েছে।
স্থানীয় পুলিশ প্রধান জেনসন মিশালিসেন বলেন, পুলিশ এই ঘটনার তদন্ত করছে। এতে কেউ আহত হয়নি বা কিছু চুরি হয়নি।

news24bd.tv/ডিডি