ঈদের আগে তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া দফতর

ঈদের আগে তাপমাত্রা নিয়ে যা জানালো আবহাওয়া দফতর

অনলাইন ডেস্ক

পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি অবস্থান করার কারণে আপাতত কোনো ঝড়বৃষ্টির সম্ভাবনা নেই বলে জানিয়েছে আবহাওয়া দফতর। মঙ্গলবার (৯ এপ্রিল) সন্ধ্যায় দেওয়া এক পূর্বাভাসে এমন তথ্য জানানো হয়।

এতে আরও বলা হয়, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তার কাছাকাছি এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে।

এ অবস্থায় ঝড়বৃষ্টির কোনও সম্ভাবনা নেই।

তবে অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারা দেশের আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আগামী ২৪ ঘণ্টায় চুয়াডাঙ্গা, ফরিদপুর, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙ্গামাটি এবং পটুয়াখালী জেলাসমূহের ওপর দিয়ে বয়ে যাওয়া মৃদু তাপপ্রবাহ আরও বিস্তার লাভ করতে পারে। এ সময় দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে।

রাতের তাপমাত্রাও সামান্য বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ।

উল্লেখ্য, আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ৪৮ ঘন্টা তাপমাত্রা আরও বাড়তে পারে।

news24bd.tv/SC