স্বরাষ্ট্র উপদেষ্টা লে. জেনারেল (অব) জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন, এখন থেকে বাংলাদেশে কোনো অবৈধ বিদেশি নাগরিক থাকতে পারবে না। এজন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে আদেশ জারি করা হয়েছে। এর সাথে আইনশৃঙ্খলা অবনতি হওয়ার কোনো সম্পর্ক নাই। আজ রোববার (৮ ডিসেম্বর) সাংবাদিকদের তিনি এ কথা বলেন। স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, বাংলাদেশ-ভারতের মধ্যকার বর্তমান পরিস্থিতি বর্ডারে কোনো প্রভাব ফেলবে না। সীমান্তে সতর্কতা জারি রয়েছে। সীমান্ত দিয়ে কোনো অবৈধ অনুপ্রবেশ ঘটতে দেওয়া হবে না। ভারতের কিছু মিডিয়া ভুল তথ্য প্রচার করছে এ বিষয়ে। এ নিয়ে বাংলাদেশের মিডিয়াকে আরও সোচ্চার হওয়ার আহ্বান জানিয়েছেন তিনি। তিনি বলেন, থার্টি ফার্স্ট নাইটে ঢাকাসহ সারা দেশের বার বন্ধ থাকবে। ফানুস ওড়ানো যাবে না, আতসবাজি ফোটানো যাবে না। সরকারের চার মাসে সারা দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি ভালো...
এখন থেকে দেশে অবৈধ বিদেশি নাগরিক থাকতে পারবে না: স্বরাষ্ট্র উপদেষ্টা
নিজস্ব প্রতিবেদক
২ জানুয়ারি খসড়া ভোটার তালিকা প্রকাশ
অনলাইন ডেস্ক
আগামী ২ জানুয়ারি দেশের খসড়া ভোটার তালিকা প্রকাশ করবে নির্বাচন কমিশন (ইসি)। এ তথ্য নিশ্চিত করেছে ইসির জনসংযোগ পরিচালক মো. শরিফুল আলম স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তি। আজ রোববার (৮ ডিসেম্বর) প্রকাশিত ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, যেসব নাগরিকের জাতীয় পরিচয়পত্রে (এনআইডি) কোনো ভুল রয়েছে, তারা যেন দ্রুত সংশ্লিষ্ট উপজেলা বা থানা নির্বাচন অফিসে গিয়ে তা সংশোধন করেন। ভুল সংশোধনের কাজ ২ জানুয়ারির আগেই সম্পন্ন করার অনুরোধ জানানো হয়েছে। ইসি জানিয়েছে, খসড়া তালিকা প্রকাশের আগে ভুল সংশোধন না করলে তা ভোটার তালিকায় অন্তর্ভুক্ত হতে পারে, যা পরবর্তীতে আরও জটিলতার সৃষ্টি করবে। ভোটার তালিকা হালনাগাদের এই প্রক্রিয়া সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ইসি ভোটারদের যথাসময়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছে।...
‘যেসব ভারতীয় মিডিয়া গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ’
নিজস্ব প্রতিবেদক
ভারতীয় মিডিয়াসহ যারা গুজব ছড়াচ্ছে সত্যতা যাচাইয়ে তাদের বাংলাদেশে আমন্ত্রণ জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। আজ রোববার (৮ ডিসেম্বর) সকালে নতুন বাংলাদেশ: অর্জন, চ্যালেঞ্জ এবং উত্তরণ শীর্ষক আলোচনায় একথা বলেন তিনি। প্রধান উপদেষ্টার প্রেস সচিব বলেন, বাংলাদেশ আফগানিস্তান হয়ে যাচ্ছে বলে অনেকেই প্রোপাগান্ডা চালাচ্ছে। তাদের এ দেশের মানুষের সাথে কথা বলে বিভ্রান্তি দূর করা উচিৎ। এসময় গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা পূরণে অন্তর্বর্তী সরকার কাজ করছে জানিয়ে শফিকুল আলম বলেন, ৩১ ডিসেম্বরের মধ্যে সংস্কার কমিশন প্রস্তাবনা জমা দেবে। যা নিয়ে রাজনৈতিক দলসহ সবার সাথে আলোচনা করা হবে। সংস্কার শেষেই নির্বাচন হবে। সরকার সঠিক মানুষের হাতে সঠিক দায়িত্ব তুলে দেওয়ার কাজ করেছে উল্লেখ করে শফিকুল আলম বলেন, অর্থনৈতিক অবস্থা, ব্যাংকিং ব্যবস্থা এবং আইনশৃংখলা...
ভারতের পররাষ্ট্র সচিবের বাংলাদেশ সফর নিয়ে এত আলোচনা কেন ?
অনলাইন ডেস্ক
কূটনৈতিক সম্পর্কের দৃশ্যমান অবনতি এবং উভয় দেশের রাজনৈতিক উত্তেজনার মধ্যেই সোমবার ঢাকায় বৈঠকে বসতে যাচ্ছেন বাংলাদেশ ও ভারতের পররাষ্ট্র সচিব। বৈঠকে বাংলাদেশের পররাষ্ট্র সচিব মো. জসিম উদ্দিন এবং ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি নিজ নিজ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন। বাংলাদেশে শেখ হাসিনার সরকারের পতনের পর অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর দুই দেশের মধ্যে এটিই উচ্চ পর্যায়ের প্রথম বৈঠক। এবং এ বৈঠকটি এমন এক সময়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে যখন বাংলাদেশে সনাতন ধর্মীয় একজন নেতার গ্রেফতারের প্রতিক্রিয়া দেখিয়েছে ভারত, সাথে বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের ওপর নিপীড়নের অভিযোগও তুলেছে - আবার কলকাতা ও আগরতলায় বাংলাদেশ হাই কমিশনে হামলার ঘটনা নিয়ে প্রতিবেশী দুইদেশের সম্পর্কে টানাপোড়েন চলছে। বিশ্লেষকদের অনেকে...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর