ঈদে ভালো নেই ফিলিস্তিনিরা, যুদ্ধের ময়দান থেকে হামাসের ঈদ শুভেচ্ছা

ফিলিস্তিনের একটি পরিবার-আল জাজিরা ছবি।

ঈদে ভালো নেই ফিলিস্তিনিরা, যুদ্ধের ময়দান থেকে হামাসের ঈদ শুভেচ্ছা

অনলাইন ডেস্ক

অসংখ্য মানুষের মৃত্যু, প্রিয়জন হারানোর বেদনা, তীব্র মানবিক সংকট, অনাহার আর দুর্ভিক্ষের ভেতরেই ১২ লাখ ফিলিস্তিনির কাছে এসেছে ঈদ। ঈদ উদযাপন করছেন তারা। কিন্তু ভালো নেই। ক্ষুধা, প্রিয়জন হারানো,বাস্ত্তুচ্যুত হওয়ার ভয় তাড়া করছে তাদের।

এরই মধ্যে ঈদের নামাজে শামিল হয়েছেন তারা।  সব ধ্বংস, কষ্ট, বেদনাকে পাশ কাটিয়ে ঈদকে বরণও করে নিয়েছেন ফিলিস্তিনিরা। দক্ষিণ গাজা উপত্যকার রাফাহতে একটি তাবু শিবিরে ঈদুল ফিতর উপলক্ষে ঐতিহ্যবাহী কেক তৈরি করছে বাস্তুচ্যুত এক ফিলিস্তিনি পরিবার। রমজান মাসের সমাপ্তি উপলক্ষে এবং পবিত্র ঈদুল ফিতরকে স্বাগত জানাতে ফিলিস্তিনিরা তাকবির পাঠ করে এবং মহান আল্লাহর প্রশংসা করে গাজার রাস্তায় নেমে এসেছেন।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের সাথে ফিলিস্তিনেও আজ বুধবার (১০ এপ্রিল) উদযাপন করা হচ্ছে মুসলিমদের অন্যতম বৃহৎ উৎসব ঈদুল ফিতর। ঈদ উপলক্ষে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সশস্ত্র সংগঠন হামাস আরব ও মুসলিম দেশগুলোকে শুভেচ্ছা জানিয়েছে।   সূত্র : আল-জাজিরা
ফিলিস্তিনিদের উদ্দেশে বার্তায় হামাস বলেছে, ‘পশ্চিম তীরে, জেরুজালেমে, অধিকৃত (ঐতিহাসিক) ফিলিস্তিনের পাশাপাশি সারা বিশ্বের বাস্তুচ্যুত শিবিরে থাকা মানুষ গাজায় আমাদের এবং আমাদের জনগণের সঙ্গে একাত্মতা প্রকাশ করেছে বলে আমরা আমাদের জনগণকে নিশ্চিত করছি। ’ হামাস আরও বলেছে, ‘আমরা পবিত্র ঈদুল ফিতরের আগমন উপলক্ষে আরব এবং ইসলামিক দেশগুলোকে অভিনন্দন জানাই। ’

news24bd.tv/ডিডি

এই রকম আরও টপিক