গণতন্ত্রকামী মানুষের মনে শোকের মাতম চলছে: রিজভী

বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

গণতন্ত্রকামী মানুষের মনে শোকের মাতম চলছে: রিজভী

অনলাইন ডেস্ক

দেশের সম্পদ লুটপাটকারীদের মনে উল্লাস থাকলেও গণতন্ত্রকামী মানুষের মনে শোকের মাতম চলছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বুধবার (১০ এপ্রিল) সকালে রাজধানীর শেওড়াপাড়ায় নির্যাতিত বিএনপি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

রিজভী বলেন, গোটা দেশকে পরনির্ভরশীল করার জন্য সরকার নানা আয়োজন করছে। দ্রব্যমূল্যের উর্ধ্বগতির কারণে জনসাধারণ নিত্যপণ্য কিনতে হিমশিম খেলেও সরকারের ঘনিষ্ঠ লোকজন বিদেশে টাকা পাচার করে সম্পদের পাহাড় গড়ছে।

দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আন্দোলনে সরকার ও আওয়ামী লীগ নেতারা মীর জাফরের ভূমিকায় অবতীর্ণ হয়েছে।

রিজভী আরও বলেন, একদিন পর ঈদ হলেও বাংলাদেশের মানুষের মনে ঈদের কোনো আনন্দ নেই। সরকারের সীমাহীন লুটপাট আর দুঃশাসনের ফলে মানুষের অবস্থা খুবই নাজুক। এ রমজানে যেখানে নিত্যপণ্যের দাম লাগামহীন ছিল, সেখানে ক্ষমতাসীন দলের লোকেরা মহা ধুমধামে লুটের অবৈধ টাকায় উল্লাস করেছে।

news24bd.tv/ab