শতভাগ পোশাক কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে: বিজিএমইএ সভাপতি

বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি।

শতভাগ পোশাক কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক

ঈদুল ফিতরের আগেই শতভাগ পোশাক কারখানা বেতন-বোনাস পরিশোধ করেছে বলে জানিয়েছেন বিজিএমইএ সভাপতি এস এম মান্নান কচি। বুধবার (১০ এপ্রিল) দুপুরে সংগঠনটির কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

কচি বলেন, এবারের ঈদে নতুন মজুরি কাঠামো অনুযায়ী বেতন-বোনাস দিতে হচ্ছে, যা অনেক কারখানার জন্য একটি কঠিন পরিস্থিতি তৈরী করেছে।

বিজিএমইএ সভাপতি বলেন, সারাদেশে সংগঠনের ২২টি টিম কারখানাগুলো পরিদর্শন করেছে।

পরিদর্শনে ২৫টি কারখানায় শ্রম বিষয়ক কিছু সমস্যা পাওয়া যায়, যা পরে সমাধানও করা হয়েছে।

news24bd.tv/ab