ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া

পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দিতে পারে অস্ট্রেলিয়া এমন মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং। তবে তিনি এও  মনে করেন, সরকারে হামাসের কোনো ভূমিকা থাকতে পারবে না।  
গতকাল মঙ্গলবার ( ৯ এপ্রিল)  রাতে এক বক্তব্যে পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং বলেন, ইসরায়েলি ও ফিলিস্তিনিরা পৃথক দেশে পাশাপাশি বাস করবে এটাই সমাধান। এটাই দ্বিরাষ্টীয় আদর্শ।


অস্ট্রেলিয়া  বহুদিন থেকেই বলে আসছে, শুধু ইসরায়েলের সঙ্গে মধ্যস্থতা করে দ্বিরাষ্ট্রীয় সমাধানের অংশ হিসেবে ফিলিস্তিন রাষ্ট্রের স্বীকৃতি আসতে পারে।
তবে অস্ট্রেলিয়ার বিরোধী দল ও জায়নবাদী ফেডারেশন দুই পক্ষই বলছে, এ ধরনের পদক্ষেপ অবিবেচনাপ্রসূত হবে। সূত্র বিবিসি।  
ইসরায়েলি বিমান হামলায় গাজায় একজন অস্ট্রেলিয়ান ত্রাণকর্মী নিহত হওয়ার পরও অস্ট্রেলিয়া সরকার সাম্প্রতিক মাসগুলোতে গাজায় হামাসের বিরুদ্ধে যুদ্ধের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে।

’news24bd.tv/ডিডি
 

এই রকম আরও টপিক