চট্টগ্রাম নগরে একটি বাসায় ঢুকে ডাকাতি করতে গিয়ে পুলিশের এক এএসআইসহ ছয়জন ধরা পড়েছে। পরে তাদেরকে কারাগারে পাঠিয়েছেন আদালত। শুক্রবার (৬ ডিসেম্বর) চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কাজী শরীফুল ইসলাম এ আদেশ দেন। কারাগারে পাঠানো ছয় জন হলেন- নগরের বাকলিয়া থানার চাক্তাই পুলিশ ফাঁড়ির এএসআই ফারুক মিয়া, তার সহযোগী জয়নাল আবেদীন, আকবর, ফজলুল করিম, মিজানুর রহমান ও সোহেল রানা। নগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার মফিজুর রহমান এ তথ্য জানিয়েছেন। ঘটনার পর এএসআই ফারুককে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে পুলিশ সূত্রে জানা যায়। জানা যায়, বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) রাতে নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার একটি ভবনের ৯ তলার একটি বাসায় ১৬ জনের একটি দল ডাকাতি করতে যায়। তারা ৮ ভরি স্বর্ণালংকার ও ৩৫ হাজার টাকা লুট করে। ইতিমধ্যে আশপাশের লোকজন বিষয়টি জানতে...
বাসায় ডাকাতি করতে গিয়ে পুলিশ কর্মকর্তাসহ ৬ জন ধরা
অনলাইন ডেস্ক
চট্টগ্রামে বিজয় মেলা নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ
অনলাইন ডেস্ক
বিজয় মেলার আয়োজন ঘিরে চট্টগ্রামের রাউজানে বিএনপির দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। আজ শুক্রবার বিকেলে উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে এ সংঘর্ষের ঘটনা ঘটে। স্থানীয় সূত্র জানায়, বিএনপির কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান গিয়াস উদ্দিন কাদের চৌধুরী এবং উত্তর জেলা বিএনপির আহ্বায়ক গোলাম আকবর খন্দকারের অনুসারীদের মধ্যে এই সংঘর্ষ হয়। বিজয় মেলার আয়োজন নিয়ে দুই পক্ষের মধ্যে দীর্ঘদিন ধরে টানাপোড়েন চলছিল। রাউজান সরকারি কলেজ মাঠে মাসব্যাপী বিজয় মেলার আয়োজন করার পরিকল্পনা ছিল, যা ৫ ডিসেম্বর উদ্বোধনের কথা ছিল। তবে দুই পক্ষের বিরোধের কারণে তা আর শুরু করা সম্ভব হয়নি। এর মধ্যেই আজ বিকেলে গোলাম আকবর খন্দকারের পক্ষের নেতা-কর্মীরা মেলা উদ্যাপনের দাবিতে উপজেলা পরিষদের সামনে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করে। এতে উপস্থিত...
মাদারীপুরে পারিবারিক কবরস্থান থেকে হাতবোমা উদ্ধার
নিজস্ব প্রতিবেদক
মাদারীপুরের কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা এলাকার এক পারিবারিক কবরস্থান থেকে ২০টি হাতবোমা উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (৬ ডিসেম্বর) সন্ধ্যায় এইসব হাতবোমা উদ্ধার করা হয় বলে স্থানীয় পুলিশ সূত্রে জানা গেছে। এ বিষয়ে পুলিশ জানায়, কালকিনি পৌর এলাকার দক্ষিণ ঠ্যাংগামারা গ্রামে বিশৃঙ্খলা সৃষ্টি করতে নিয়মিত বোমাবাজি হয়ে আসছিলো। গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার (৬৭ ডিসেম্বর) সন্ধ্যায় ঠ্যাংগামারা গ্রামের পাতাবালি এলাকায় অভিযান চালিয়ে সামসুল হক বেপারীর পারিবারিক কবর স্থান থেকে দুই বালতি ভরা অবস্থায় ২০টি হাতবোমা উদ্ধার করেছে কালকিনি থানা পুলিশ। যদিও এই ঘটনায় এখনো কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে পুলিশ। এ বিষয়ে কালকিনি থানার ওসি মো. হুমায়ুন কবীর বলেন, এলাকায় শান্তি শৃঙ্খলা রক্ষার্থে এ অভিযান চলমান থাকবে।...
সড়ক দুর্ঘটনায় শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব নিহত
অনলাইন ডেস্ক
শিক্ষা মন্ত্রণালয়ের উপ সচিব ড. ফরহাদ হোসেন বরিশালের মুলাদী উপজেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন। শুক্রবার (০৬ ডিসেম্বর) বিকেল সোয়া ৫টার দিকে বরিশাল-মুলাদী সড়কের কাজীরচর হাওলাদার সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জানা যায়, একটি মাহফিলে অংশ নিতে তিনি মাহিন্দ্রা টেম্পুতে উপজেলার চরলক্ষীপুর নন্দীরবাজারের উদ্দেশ্যে যাচ্ছিলেন বলে জানা গেছে। টেম্পুটি হাওলাদার সেতু এলাকায় মোড় অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে টেম্পুতে থাকা ৪ যাত্রী আহত হন। তাদেরকে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠান স্থানীয়রা। মুলাদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। চরলক্ষ্মীপুর নন্দীরবাজার মাহফিল আয়োজন কমিটির সদস্য জয়নুল আবেদীন জানান, বাজারে শুক্রবার অনুষ্ঠিত মাহফিলে ড. ফরহাদ...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর