চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলায় গরুর হাটে নিজের মেয়ে জামাতার ছুরিকাঘাতে ওসমান গণি ওরফে বাচা মিয়া (৬০) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। এ ঘটনায় অভিযুক্ত জামাতা মো. হোসেনকে এরই মধ্যে আটক করা হয়েছে। গতকাল শুক্রবার (৬ জুন) বিকেলে রাঙ্গুনিয়া থানাধীন গোডাউন ঘর গরুর হাটে ঘটনাটি ঘটে। নিহত বাচা মিয়া রাঙ্গুনিয়ার শিলক ইউনিয়নের ২নং ওয়ার্ড রাজাপাড়া এলাকার লাল মিয়ার ছেলে। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের বরাতে জানা যায়, ঈদ উপলক্ষে নিজের তিনটি গরু নিয়ে বাজারে এসেছিলেন বাচা মিয়া। এর মধ্যে দুটি গরু বিক্রি করলেও একটি গরু বিক্রির জন্য অপেক্ষা করছিলেন তিনি। এ সময় হঠাৎ করেই তার মেয়ের জামাই মো. হোসেন বাজারে এসে ধারালো অস্ত্র দিয়ে তাকে একাধিকবার কুপিয়ে হত্যা করে। হত্যাকাণ্ডের পর অভিযুক্ত পালানোর চেষ্টা করলে উপস্থিত জনতা তাকে ধরে ফেলে। পরবর্তীকালে তাকে পুলিশে সোপর্দ করা হয়।...
গরুর হাটে শ্বশুরকে প্রকাশ্যে কুপিয়ে হত্যা করল জামাতা
অনলাইন ডেস্ক

ব্রাহ্মণবাড়িয়া সীমান্তে বিজিবির টহল জোরদার
নিজস্ব প্রতিবেদক

ভারত থেকে কোরবানি পশুর প্রবেশ রোধ এবং কোরবানি পরবর্তী সময়ে চামড়া পাচার ঠেকাতে এবং মাদক ও চোরাচালন প্রতিরোধসহ বিএসএফ কর্তৃক বিভিন্ন সীমান্ত দিয়ে পুশইনের ঘটনায় প্রতিহত করতে ব্রাহ্মণবাড়িয়ায় বিভিন্ন সীমান্ত এলাকায় টহল জোরদার করেছে বিজিবি। শুক্রবার (৬ জুন) দুপুরে আখাউড়া উপজেলার ফকিরমোড়া বিওপির অধীন আনারপুর এলাকায় সীমন্তের নিরাপ্তার ব্যবস্থা পর্যবেক্ষণ করেন ২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ। পরিদর্শন কালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, এই সীমান্ত এলাকা দিয়ে ঈদ পরিবর্তী সময়ে ভারতে কোরবানির পশুর চামরা পাচার রোধ, মাদক ও চোরাচালন প্রতিরোধসহ বিএসএফ কর্তৃক বাংলাদেশে পুশইন প্রতিহত করতে বিজিবিকে কঠোর অবস্থানে থাকার নির্দেশ দেওয়া হয়েছে। এ জন্য সীমান্ত এলাকায় বিজিবির নজরদারি বৃদ্ধি ও টহল জোরদার করা হয়েছে। এ সময় তিনি...
একটা সিগন্যাল মানলেই বেঁচে যেত আয়েশা!
অনলাইন ডেস্ক

চট্টগ্রামে ঈদের আগের রাতে ঘটে গেল হৃদয়বিদারক এক দুর্ঘটনা। মাত্র দুই বছরের শিশু আয়েশা ঈদ উদযাপন করতে বাবা-মায়ের সঙ্গে শহরে আসার পথে ট্রেন দুর্ঘটনায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) রাত ১০টা ১৫ মিনিটে চট্টগ্রামের কালুরঘাট ব্রিজে এই মর্মান্তিক ঘটনা ঘটে। এসময় ট্রেনের ধাক্কায় আরও দুজনের মৃত্যু হয়েছে। শেষ যাত্রা হয়ে গেল ঈদের সফর বোয়ালখালীর মুন্সিপাড়া থেকে সিএনজি অটোরিকশায় চট্টগ্রাম শহরে আসছিলেন সাজ্জাদুন নূর ও জুবাইদা ফেরদৌস ইসরা দম্পতি। সঙ্গে ছিল তাদের একমাত্র সন্তান আয়েশা। কালুরঘাট ব্রিজ পার হওয়ার আগেই, ঢাকার দিকে যাওয়া পর্যটক এক্সপ্রেস ট্রেন ব্রিজে উঠে যায়। তখন যানজটের কারণে ব্রিজের মুখে আটকে ছিল একটি অটোরিকশাসহ কয়েকটি যানবাহন। প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রেন চালক রেলওয়ের দেওয়া রেড সিগন্যাল ও গেটম্যানের লাল পতাকা উপেক্ষা করে ব্রিজে উঠে যান।...
স্বামীর মৃত্যুর ৭ মাস পর একই স্থানে স্ত্রীর মৃত্যু
অনলাইন ডেস্ক

সড়ক দুর্ঘটনায় স্বামীর মৃত্যুর ৭ মাস পর ঠিকই একই স্থানে মোটরসাইকেলের ধাক্কায় ফুলমতি (৪৫) নামের এক গৃহবধূর মৃত্যু হয়েছে। ঈদের আগের দিনে এমন ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমেছে। শুক্রবার (৬ জুন) বিকেলে জামালপুরে মেলান্দহ উপজেলায় বাগবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে। নিহত ফুলমতি বেগম ওই এলাকার মৃত জলিল মিয়া স্বামী। এ ঘটনায় মোটরসাইকেলচালক মো. মারুফ মিয়া ও আরোহী মো. আব্দুল রাজ্জাককে স্থানীয়রা আটক করে ঘরের ভেতর বন্ধ করে রাখে। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, নিহতের বাড়ির পাশে সড়কের পাশ দিয়ে দ্রুতগতির একটি মোটরসাইকেল চাপা দিলে ওই নারীর মৃত্যু হয়। পরে মোটরসাইকেল চালকসহ দুজন দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করলে স্থানীয় কয়েকজন যুবক তাদের আটক করে। পরে পুলিশ ঘটনাস্থলে আসেন। এ সময় নিহতের পরিবারের লোক ও স্থানীয় বিএনপি নেতার বৈঠকে দুই পক্ষের সমঝোতা...
সর্বশেষ
সর্বাধিক পঠিত
সম্পর্কিত খবর