ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পথে আরও একধাপ এগোলো স্পেন

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ।

ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার পথে আরও একধাপ এগোলো স্পেন

অনলাইন ডেস্ক

ফিলিস্তিনকে স্বাধীন রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেয়ার সাথে ইউরোপের ভূরাজনীতির সম্পর্ক রয়েছে বলে জানিয়েছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ। পাশাপাশি, গাজায় ইসরায়েলের নির্মম অত্যাচারকে আঞ্চলিক এবং বৈশ্বিক হুমকি বলেও উল্লেখ করেছেন তিনি। খবর আল জাজিরার।

বুধবার (১০ এপ্রিল) আইনসভার সদস্যদের উদ্দেশ্যে সানচেজ বলেন, ফিলিস্তিনকে স্বিকৃতি দেয়া ছাড়া সাহায্য করার কোনো উপায় নেই।

এটি ন্যায্য একটি বিষয় এবং অধিকাংশ মানুষই এমনটা চায়।

দীর্ঘদিন ধরে ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে ইউরোপিয়ান ইউনিয়নকে অনুরোধ করে যাচ্ছেন সানচেজ, যার বিরোধিতা করছে ইসরায়েল এবংভ তাদের মিত্ররা।

গত মাসের শেষদিকে স্পেন, মাল্টা, স্লোভেনিয়া ও আয়ারল্যান্ড ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে একমত হয়ে একটি যৌথ বিবৃতিতে স্বাক্ষর করে।

সামনের দিনগুলোতে সানচেজ পর্তুগাল ও নরওয়ের মতো কয়েকটি দেশের নেতাদের সাথে ফিলিস্তিনকে স্বীকৃতি দেয়ার ব্যাপারে কথা বলবেন বলে জানিয়েছেন স্পেন সরকারের মুখপাত্র পিলার আলেগ্রিয়া।

গত সপ্তাহে জর্ডান, সৌদি আরব এবং কাতারের রাষ্ট্রপ্রধানদের সাথে দেখা করেছেন সানচেজ। এ সময় জুনের শেষ নাগাদ স্পেন ফিলিস্তিনকে স্বীকৃতি দিতে পারে বলে জানান তিনি।

news24bd.tv/ab