বিধ্বস্ত মায়ামি, চ্যাম্পিয়নস কাপ থেকে মেসিদের বিদায়

হতাশ মেসি

বিধ্বস্ত মায়ামি, চ্যাম্পিয়নস কাপ থেকে মেসিদের বিদায়

অনলাইন ডেস্ক

কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ থেকে বিদায় হয়ে গেল ইন্টার মায়ামির। প্রথম লেগে মন্টেরের কাছে ২-১ গোলে হারার পর দ্বিতীয় দেখায় দলটির কাছে ৩-১ গোলে হেরেছে লিওনেল মেসির দল।

আজ বৃহস্পতিবার এস্তাদিও বিবিভিএতে শুরুটা মন্দ ছিল না মায়ামির। তবে তাদের সুযোগ মিসের মিছিলে এগিয়ে যায় মন্টেরেই।

৩১ মিনিটে মায়ামি গোলরক্ষক ডেরেক ক্যালেন্ডারের হাস্যকর ভুলে ব্রান্ডন ভাসকুয়েজের গোলে লিড নেয় স্বাগতিকরা।

দুই লেগে মিলিয়ে দুই গোলে পিছিয়ে পড়ে বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে উঠে মায়ামি। সবার প্রত্যাশা ছিল মেসিও এমন মুহূর্তে কিছু করে দেখাবেন। তবে চোট থেকে ফিরে মেসি ছিলেন ছন্দহীন।

 উল্টো তাই ৫৭ মিনিটে দুর্দান্ত এক শটে মায়ামিকে স্তব্ধ করে দেন মন্টেরের গেরমান বেরটেরমে। বক্সের বাইরে থেকে তার নেওয়া বুলেট শট থামানোর কোনো উপায় ছিল না মায়ামি গোলরক্ষকের।  

মায়ামি এরপর গোল হজম করে আরও একটি।  ৬৪ মিনিটে অতিথিদের আরও এক ভুলে গালার্দো ম্যাচের ব্যবধান করে ৩-০। তিন গোলে পিছিয়ে পড়ে মায়ামি আক্রমণাত্মক হয়ে একের পর এক ফাউল করতে থাকে। যার জেরে ৭৮ মিনিটে লাল কার্ড দেখে মাঠ ছাড়েন জর্দি আলবা।

এরপর মেসির দুর্দান্ত এক ফ্রি কিক থেকে ৮৫ মিনিটে ডিয়াগো গোমেজ গোল করেন, তবে সেটি ছিল স্রেফ সান্ত্বনা। আর শেষ পর্যন্ত দুই লেগ মিলিয়ে ৫-২ গোলে হেরে বিদায় নেয় মায়ামি।

news24bd.tv/SHS