জয় মানুষের জয় 

জয় মানুষের জয় 

রাহুল রাহা

ঘরে ঘরে আজ খুশি
তাইতো হৃদয়ে পুষি
সাত্তার, গাফফার
দিয়েছেন আল্লাহ এ দুটি গুণ 
পরম ক্ষমার আধার॥

মহানবী দিলেন রফিক, শফিক
করুণা-সদয়দিলে
সত্যবাদিতা (সাদিক), দানশীলতা ( মুতাসাদিক) 
আবু বকরেই মেলে॥

যা কিছু সঠিক, ন্যায্য ( আম্মার) জগতে 
পক্ষে তাঁহার ওমর 
অন্যায্য ও অন্যায়ের (নাহ্হা) বিরুদ্ধে 
তলোয়ার তার কঠোর॥

ভূখারে খাবার (মিত্আম) 
রাত অন্ধকার 
তাহাতে নামাজে (মুসাল্লি) ওসমান
নাহি দেখায় কারে
ডাকে আল্লাহরে 
ঘুমে যখন জমিন, আসমান॥ 

বলে আলী হেসে 
বোধি (আলীম) লহো এসে
সততায় চলো সাহসে (সুজা) 
মানুষের তরে 
গুণ এসব ঝরে 
মরুসূর্যের আদেশে॥

দ্বাদশ এ গুণ
না থাকিলে নরের 
বানরের চেয়ে বড় কী! 
নরোত্তম হও 
বন্দেগীতে রও
মানুষের জয় দেখো কি!
 
(শেখ আব্দুল কাদির জিলানী, বড়পীরের সির-উল-ইসরার বই থেকে একাংশের ভাবানুবাদ। )