খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত

সংগৃহীত ছবি

খুলনায় ঈদের প্রধান জামাত সার্কিট হাউস ময়দানে অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক, খুলনা

খুলনায় ঈদুল ফিতরের প্রধান জামাত নগরীর প্রধান ঈদগাহ ময়দান সার্কিট হাউস মাঠে অনুষ্ঠিত হয়েছে। দুই রাকাত ওয়াজিব নামাজ শেষে সমগ্র মুসলিম উম্মাহসহ দেশ ও জাতির কল্যাণ, সুখ-শান্তি ও সমৃদ্ধি কামনা করে বিশেষ মোনাজাত করা হয়।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) সকাল ৮টায় অনুষ্ঠিত হয়। জামাতে ইমামতি করেন খুলনা আলীয়া মাদ্রাাসার অধ্যক্ষ আ খ ম জাকারিয়া।

 

এদিকে, আবহাওয়া অনুকূলে থাকায় স্বস্তি নিয়েই ঈদ জামাতে অংশ নেন মুসল্লিরা।

সার্কিট হাউস ময়দানে ঈদের নামাজে খুলনা সিটি করপোরেশনের মেয়র তালুকদার আব্দুল খালেক, সাবেক সংসদ সদস্য নজরুল ইসলাম মঞ্জু, বিভাগীয় কমিশনার মো. হেলাল মাহমুদ শরীফ, জেলা প্রশাসক খন্দকার ইয়াসির আরেফীন, মহানগর বিএনপির আহবায়ক শফিকুল আলম মনাসহ সাধারণ মুসল্লিরা অংশ নেন।

এছাড়া সকাল সাড়ে ৮টায় খুলনা আলিয়া মাদ্রাসা সংলগ্ন মডেল মসজিদে এবং সকাল নয়টায় খুলনা টাউন জামে মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়। এছাড়া খালিশপুর, দৌলতপুর ও খানজাহান আলী থানাসহ ৪৪৭টি মসজিদ ও ঈদগাহসহ বিভিন্ন মাঠে ঈদ জামাত অনুষ্ঠিত হয়।

news24bd.tv/SHS