দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

দক্ষিণ-পশ্চিমাঞ্চলে ঈদের প্রধান জামাত ষাটগম্বুজ মসজিদে

বাগেরহাট প্রতিনিধি

বাগেরহাটের বিশ্ব ঐতিহ্য ষাটগুম্বুজ মসজিদে দেশের দক্ষিণ-পশ্চিমাঞ্চলের ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হয়েছে। এবারও ষাটগুম্বুজ মসজিদে তিনটি জামাতে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন।

আজ বৃহস্পতিবার (১১ এপ্রিল) চারস্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে সকাল সাড়ে ৭টায় প্রথম জামাতে ইমামতি করেন বাগেরহাট কামিল মাদরাসার অধ্যক্ষ মাওলানা আবুল কালাম শেখ।

ষাটগুম্বুজ মসজিদে ঈদুল ফিতরের প্রথম জামায়াতে বাগেরহাটের জেলা প্রশাসক মোহাম্মদ খালিদ হোসেনসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন।

এরপর সকাল ৮টায় দ্বিতীয় ও সাড়ে ৮টায় ঈদের তৃতীয় জামাত অনুষ্ঠিত হয়।

হযরত খানজাহান (রহ:)-এর অমর সৃষ্টি সাড়ে ৬০০ বছরের পূর্বে নির্মিত ষাটগুম্বুজ মসজিদে এবারের তিনটি ঈদের জামাতে মসজিদের ভেতর ছাড়াও বাইরের দুটি প্যান্ডেলে প্রায় অর্ধলাখ দেশি-বিদেশি ধর্মপ্রাণ মুসল্লি ঈদের নামাজ আদায় করেন। ঈদের নামাজ শেষে দেশ-জাতি ও মুসলিম উম্মার শান্তি-অগ্রগতি কামনা করে মোনাজাত করা হয়। নামাজ শেষে মুসল্লিরা এক অন্যের সঙ্গে কোলাকুলি করেন।

news24bd.tv/SHS