এই গ্রীষ্মে ঘাম ঝরাতে পারে তীব্র তাপপ্রবাহ

এই গ্রীষ্মের শুরুতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এই গ্রীষ্মে ঘাম ঝরাতে পারে তীব্র তাপপ্রবাহ

অনলাইন ডেস্ক

এই গ্রীষ্মের শুরুতে তীব্র তাপপ্রবাহের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। তাপপ্রবাহের পাশাপাশি বাতাসে আর্দ্রতা বৃদ্ধি পাওয়ায় ভ্যাপসা গরমে মানুষ অস্বস্তিতে ভুগবে।

তবে দিন দুয়েকের ভেতরেই দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হবে বলেও জানিয়েছে অধিদপ্তর। এ প্রসঙ্গে বৃহস্পতিবার (১১ এপ্রিল) আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, আগামী পাঁচদিনের আবহাওয়া পূর্বাভাসে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এ সময়ে তাপমাত্রাও বাড়বে। আগামী সপ্তাহের মাঝামাঝিতে দেশে তীব্র তাপপ্রবাহ দেখা দিতে পারে।

তিনি আরও জানান, বৃহস্পতিবার রাঙামাটিতে দেশের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৪০ ডিগ্রি সেলসিয়াস।

রোববার (১৪ এপ্রিল) পহেলা বৈশাখ।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৈশাখের শুরুতেই তীব্র তাপপ্রবাহ চলবে দেশব্যাপী। তবে ১৬-১৯ এপ্রিল পর্যন্ত দেশজুড়ে বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক