হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

বস্তিবাসীরা নিরাপদে সরিয়ে নিচ্ছেন মালামাল

হাজারীবাগে বস্তির আগুন নিয়ন্ত্রণে

অনলাইন ডেস্ক

রাজধানীর হাজারীবাগের ঝাউচরের মোড় বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। দুপুর ১২টা ৪০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। এর আগে শুক্রবার (১২ এপ্রিল) বেলা ১১টা ৫০ মিনিটে আগুনের এ ঘটনা ঘটে। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৭টি ইউনিট কাজ করেছে।

 
 
ফায়ার সার্ভিস জানায়, আজ বেলা ১১টা ৫০ মিনিটে হাজারীবাগের ঝাউচরের মোড় এলাকার একটি টিনশেড বস্তিতে আগুন লাগার খবর পায়। খবর পওয়ার দুই মিনিট পরই আমদের প্রথম ইউনিট সেখানে পৌঁছায়। পরে হাজারীবাগ ফায়ার স্টেশনের ২টি, লালবাগের ২টি, মোহাম্মদপুরের ২টি ও সিদ্দিকবাজার ফায়ার স্টেশনের ১টিসহ মোট ৭টি ইউনিট দুপুর ১২টা ৪০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণে এনেছে।

news24bd.tv/আইএএম