ঈদের দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়

ঈদের দ্বিতীয় দিনেও উপচে পড়া ভিড় চিড়িয়াখানায়

অনলাইন ডেস্ক

ঈদুল ফিতরের দ্বিতীয় দিনেও বিনোদনের স্থান হিসেবে জাতীয় চিড়িয়াখানাকে বেছে নিয়েছেন নগরবাসী। রাজধানীর অন্যতম এই জনপ্রিয় বিনোদন কেন্দ্রে ঈদের দ্বিতীয় দিনেও দর্শনার্থীদের উপচে পড়া ভিড় দেখা গেছে। এতে করে উৎসবে রুপ নিয়েছে গোটা চিড়িয়াখানা।

শুক্রবার (১২ এপ্রিল) দুপুর গড়াতেই অসংখ্য মানুষের ভিড়ে জমে ওঠে চিড়িয়াখানা প্রাঙ্গণ।

দেশের নানা প্রান্ত থেকে এসেছেন অগণিত দর্শনার্থী। অধিকাংশই এসেছেন পরিবারসহ। আবার কেউ এসেছেন বন্ধু-বান্ধবের সঙ্গে।

সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তথ্যমতে, ঈদের দিন চিড়িয়াখানায় দর্শনার্থীর পরিমাণ ছিল প্রায় এক লাখ।

দ্বিতীয় দিনে সে সংখ্যা ছাড়িয়ে যাবে বলে আশাবাদ তাদের।

এদিকে, বৃহস্পতিবার (১১ এপ্রিল) ঈদের দিন সকাল সাড়ে ১০টা থেকে ১১টার মধ্যে জাতীয় চিড়িয়াখানায় হাতির আঘাতে এক কিশোর নিহত হওয়ার ঘটনা ঘটেছে।

দায়িত্বশীল একটি সূত্র জানায়, ঈদের দিন সকালে চিড়িয়াখানায় মানুষের প্রচন্ড ভীড় ছিল। প্রতিদিনের মতোই হাতি ও ফুটবলের খেলা চলছিল। কিছু সময় খেলাধুলার পর হঠাৎ করে হাতিটি বিগড়ে গিয়ে সামনে একটি কিশোরকে শুঁড় দিয়ে ধরে আছাড় মারে। এতে কিশোরটি মারা যায়। সূত্রটি আরও জানায়, নিহত কিশোর হাতিটির মাহুতের সন্তান।

news24bd.tv/SC

এই রকম আরও টপিক