ইরানি হামলার ভয়ে জরুরি বৈঠকের ডাক নেতানিয়াহুর

ইরানি হামলার ভয়ে জরুরি বৈঠকের ডাক নেতানিয়াহুর

অনলাইন ডেস্ক

সিরিয়ার দামেস্কে ইরানি কনস্যুলেটে হামলার পর থেকেই ইসরায়েলকে একের পর এক প্রতিশোধের হুমকি দিয়ে যাচ্ছে তেহরান। সেই হামলার ভয়ে সতর্ক এখন ইহুদিবাদী দেশটি। এমন অস্বস্তিকর পরিস্থিতিতে দেশটির শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠকের ডাক দিয়েছেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু।

যুক্তরাষ্ট্রের গোয়েন্দা তথ্যে জানা গেছে দুই-একদিনের মধ্যে ইসরায়েলে হামলা চালাতে পারে ইরান।

ধারণা করা হচ্ছে, হামলায় ইরান ১০০ ড্রোন ও কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ব্যবহার করতে পারে।

সংবাদমাধ্যম সিবিএসকে যুক্তরাষ্ট্রের কয়েকজন কর্মকর্তা জানান, শিগগিরই বড় ধরনের হামলা চালাতে পারে ইরান। এ হামলায় শতাধিক ড্রোন ও কয়েক ডজন ক্রুজ ক্ষেপণাস্ত্র ব্যবহার করা হতে পারে। ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ব্যবহারের সম্ভাবনাও রয়েছে।

ইসরায়েলের সামরিক স্থাপনাগুলোতে এ হামলা হতে পারে। তা ঠেকানো ইসরায়েলের জন্য ‘চ্যালেঞ্জের’ হবে।

এর আগে, গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানের কনস্যুলেটে যুদ্ধবিমান থেকে হামলা চালায় ইসরায়েল। এতে ধ্বংসস্তূপে পরিণত হয় কনস্যুলেটটি। নিহত হন ইরানের শীর্ষস্থানীয় কয়েকজন সামরিক কর্মকর্তা। এরপর দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, এই কর্মকাণ্ডের জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে।

এই হুমকির পর গত শুক্রবার যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তা কাউন্সিলের মুখপাত্র জন কারবি বলেছেন, ইরানের এই হুমকি ‘বিশ্বাসযোগ্য’। আর যুক্তরাষ্ট্র ‘যথাসম্ভব তা পর্যবেক্ষণ করছে’।

news24bd.tv/SHS