ইসরায়েলে হামলা না করতে ইরানকে সতর্ক বাইডেনের

ইসরায়েলে হামলা না করতে ইরানকে সতর্ক বাইডেনের

অনলাইন ডেস্ক

চলমান ইসরায়েল-ইরান দ্বন্দ্বের মধ্যেই নতুন সতর্কবার্তা দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি জানিয়েছেন, বিশ্বের একমাত্র ইহুদি রাষ্ট্র ইসরায়েলের ওপর যেকোনো হামলা হলে তাদের পাশে থাকবে যুক্তরাষ্ট্র।

শুক্রবার (১২ এপ্রিল) সিবিএস নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে মার্কিন প্রেসিডেন্ট বলেন, ‘আমরা ইসরায়েলকে রক্ষা করতে প্রতিশ্রুতিবদ্ধ।

এই রাষ্ট্রটির প্রতি সবসময় আমাদের সমর্থন থাকবে।

ইসরায়েলকে রক্ষা করতে আমরা অবশ্যই সহযোগিতা করব এবং ইরান কখনও ইসরায়েলে হামলায় সফল হতে পারবে না। ’

‘ইসরায়েলে কোনো হামলা নয়— ইরানের উদ্দেশে আমার বার্তা এটুকুই। ’

সিরিয়ায় ইরানি দূতাবাসে ইসরায়েলি বিমান হামলায় নিহত ইরানের দুই জেনারেল-সহ আইআরজিসি'র সাতজনের মৃত্যুর ঘটনায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।

ইরানের সর্বোচ্চ নেতা খামেনি জানান, ইসরায়েলকে এই হামলার যোগ্য জবাব দেওয়া হবে।

অন্যদিকে ইরানের হামলা প্রতিহত করতে নিজেদের মতো করে প্রস্তুতি নিচ্ছে ইসরায়েল।

news24bd.tv/SC