ছেলের বিয়ের দিনে না ফেরার দেশে বাবা

ছেলের বিয়ের দিনে না ফেরার দেশে বাবা

অনলাইন ডেস্ক

নীলফামারীতে ছেলের বিয়ের দিনেই মারা গেলেন নুর আমিন (৫০) নামের এক বাবা। তিনি জেলা শহরের বড় বাজারে চা বিক্রি করতেন বলে জানা গেছে।

গতকাল শুক্রবার (১২ এপ্রিল) রাতে জেলা শহরের প্রগতি পাড়ায় এ ঘটনা ঘটে।

জানা গেছে, প্রায় দুই মাস আগে নীলফামারীর সদর উপজেলার ইটাখোলা ইউনিয়নের ডাঙ্গাপাড়া এলাকার আব্দুল খালেকের মেয়ের সঙ্গে চা বিক্রেতা নুর আমিনের ছেলে সোহাগ ইসলামের বিয়ের রেজিস্ট্রি সম্পন্ন হয়।

শুক্রবার রাতে বিয়ের বাকি আনুষ্ঠানিক কাজ সম্পন্ন করে ছেলের বউকে ঘরে তোলার কথা ছিল। এ কারণে সবধরনের প্রস্তুতিও শেষ করেন নুর আমিন।

বাড়িতেও আত্মীয় স্বজনে ভরপুর। সন্ধ্যার দিকে হঠাৎ তিনি অসুস্থ হয়ে পড়লে স্বজনরা দ্রুত নীলফামারী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নীলফামারী পৌরসভার ১, ২ ও ৩ নম্বর ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর রত্না রানী বিষয়টি নিশ্চিত করে বলেন, সন্ধ্যার দিকে হঠাৎ অসুস্থ হয়ে পড়েন তিনি। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসকরা মৃত ঘোষণা করেন।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক