নয়ালাভাঙ্গায় দুই গ্রুপ ফোটাল ২০টি বোমা, আতঙ্কে এলাকার মানুষ

নয়ালাভাঙ্গায় দুই গ্রুপ ফোটাল ২০টি বোমা, আতঙ্কে এলাকার মানুষ

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

চাঁপাইনবাবগঞ্জের নয়ালাভাঙ্গায় পূর্ব বিরোধের জেরে সালাম ও আশরাফ গ্রুপ ২০টি বোমার বিস্ফোরণ ঘটিয়েছে। এতে হতাহতের কোনো ঘটনা না ঘটলেও আতঙ্কে রয়েছে এলাকার মানুষ। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার পর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

আজ শনিবার (১৩ এপ্রিল) দুপুর সাড়ে ১২টার দিকে ঘটনাটি ঘটেছে জেলার শিবগঞ্জ উপজেলার নয়ালাভাঙ্গার আগ গ্রামের ফতেপুর এলাকার আমবাগানে।

জানা গেছে, গত বছর নয়ালাভাঙ্গা গ্রামের আলম ঝাপড়াকে কুপিয়ে হত্যার পর আওয়ামী লীগ নেতা সালামের সঙ্গে বিএনপি নেতা আশরাফের বিরোধ চরম আকার ধারণ করে। ওই ঘটনার জের ধরে আজ দুপুরে সালামের লোকজন নয়ালাভাঙ্গা গ্রামের ফতেপুর এলাকার একটি আমবাগানে প্রায় ১০টি বোমার বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। পরে আশরাফের লোকজনও ওই এলাকায় পাল্টা ১০টি বোমার বিস্ফোরণ ঘটায়।

এসময় এলাকার দোকানপাট বন্ধ করে মানুষজন দিক্বিদিক ছুটোছুটি শুরু করে।

পরে শিবগঞ্জ থানা পুলিশ ও ডিবি পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।  
শিবগঞ্জ থানার ওসি সাজ্জাদ হোসেন জানান, খবর পেয়ে পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং বোমাবাজরা পালিয়ে যায়। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলেও জানান তিনি।

news24bd.tv/SHS

এই রকম আরও টপিক