ঋণের ১ বিলিয়ন ডলার পরিশোধ করলো পাকিস্তান

১ বিলিয়ন ডলারের ঋণ ইউরোবন্ডের মাধ্যমে পরিশোধ করেছে পাকিস্তান।

ঋণের ১ বিলিয়ন ডলার পরিশোধ করলো পাকিস্তান

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছ থেকে নেয়া ১ বিলিয়ন ডলারের ঋণ ইউরোবন্ডের মাধ্যমে পরিশোধ করেছে পাকিস্তান। সংস্থাটির কাছ থেকে দীর্ঘমেয়াদি দায়মুক্তির আগে এটিই ছিল পাকিস্তানের সর্ববৃহৎ ঋণের কিস্তি। খবর রয়টার্সের।

শুক্রবার (১২ এপ্রিল) পরিশোধিত এই বন্ডের মেয়াদ এই মাসের শেষ হচ্ছে।

এক বিবৃতিতে পাকিস্তানের কেন্দ্রীয় ব্যাংক জানায়, সুনির্দিষ্ট ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে ঋণের টাকা বন্ডের মালিকদের কাছে পাঠানো হয়েছে।

ব্যালেন্স অব পেমেন্ট, মুদ্রাস্ফীতি ও মুদ্রার অবনমনের চাপে ভারাক্রান্ত পাকিস্তানের অর্থনীতি। আইএমএফের সাথে সম্পাদিত এক চুক্তির ফলে সম্প্রতি নিজেদেরকে দেউলিয়া ঘোষণা করার হাত থেকে বেঁচে গেছে দেশটি।

আরও পড়ুন: ত্রিপাক্ষিক চুক্তির পথে যুক্তরাষ্ট্র-ফিলিপাইন-জাপান

এদিকে, আইএমএফ-বিশ্বব্যাংকের বসন্তকালীন সভায় যোগ দিতে রোববার (১৪ এপ্রিল) ওয়াশিংটন যাচ্ছেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব।

সভায় ২৪তম বারের মতো আইএমএফের কাছ থেকে দায়মুক্তির প্রক্রিয়া শুরু করবেন তিনি।

পাকিস্তান সরকারের এক বিবৃতি অনুযায়ী, আইএমএফের নতুন কর্মসূচি সম্পর্কে প্রধানমন্ত্রী সেহবাজ শরীফকে অবগত করেছেন আওরঙ্গজেব।

গত গ্রীষ্মে আইএমএফের সাথে সম্পাদিত ৩ বিলিয়ন ডলারের চুক্তির মেয়াদ বৃহস্পতিবার শেষ হয়েছে। এই মাসের শেষে আইএমএফের বোর্ড মিটিংয়ের পর চুক্তির বাকি ১ দশমিক ১ বিলিয়ন ডলার ছাড় দেয়া হতে পারে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক