যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণী গ্রেপ্তার

ঋদ্ধি প্যাটেল

যুক্তরাষ্ট্রে ভারতীয় বংশোদ্ভূত তরুণী গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

আমেরিকায় ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান এক তরুণীকে গ্রেপ্তার করেছে পুলিশ। তরুণীর নাম ঋদ্ধি প্যাটেল । এ তরুণী ক্যালিফোর্নিয়ার বেকার্সফিল্ডের মেয়রকে খুনের হুমকি দেন বলে অভিযোগ।

গত বুধবার শহরের কাউন্সিল বৈঠকে ২৮ বছরের ঋদ্ধি প্যাটেল নামে ওই মহিলা ইজরায়েল-হামাস যুদ্ধবিরতি নিয়ে কাউন্সিল কোনো প্রস্তাব গ্রহণ না করায় তিনি মেয়র এবং কাউন্সিল সদস্যদের উদ্দেশ করে বলেন, আমরা আপনাদের খুন করব।

ঋদ্ধি সেদিন ভাষণে বলেন, আপনারা সকলে ভয়ঙ্কর ধরনের মানুষ। কারও কোনো ভ্রূক্ষেপ পর্যন্ত নেই। ফিলিস্তিন অথবা অন্যান্য দেশে কীভাবে দমনপীড়ন চলছে তা নিয়ে আপনাদের কোনো মাথাব্যথাই নেই! এমন কী এখানেও যে দমনপীড়ন চলছে, তা নিয়েও আপনাদের মতো মানুষ গুরুত্ব দিচ্ছেন না।

ঋদ্ধির অভিযোগ, গত পাঁচ বছর ধরে আমি সিটি কাউন্সিলের বৈঠকে আসছি।

কোনো দিন মেটাল ডিটেক্টর ছিল না। এত পুলিশও কোনো দিন ছিল না। বক্তব্য শেষ করে পোডিয়াম ছেড়ে তিনি যখন বেরিয়ে যাচ্ছিলেন তখন পুলিশ তাঁকে নিয়ে চলে যায়।

ঋদ্ধি পাটেল গ্রেপ্তারের সময় সাংবাদিকদের বলেন , দেখলেন তো আপনার , এই হচ্ছে আমেরিকার বাকস্বাধীনতা। তাদের বিরুদ্ধে কথা বললেই আটক হতে হয়।  

news24bd.tv/ডিডি