হরমুজ প্রণালিতে জাহাজ আটক করলো ইরান

হরমুজ প্রণালী দিয়ে যাওয়ার সময় একটি জাহাজকে আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড।

হরমুজ প্রণালিতে জাহাজ আটক করলো ইরান

অনলাইন ডেস্ক

হরমুজ প্রণালি দিয়ে যাওয়ার সময় একটি জাহাজকে আটক করেছে ইরানের বিপ্লবী গার্ড কোর। শনিবার ইরানের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ইরনা জানায়, ইসরায়েলের সাথে সম্পর্ক থাকায় এমএসসি এরিস নামের জাহাজটিকে আটক করা হয়েছে এবং এটিকে ইরানের সমুদ্রসীমার ভেতরে নিয়ে যাওয়া হচ্ছে। খবর রয়টার্সের।

যুক্তরাজ্যের মেরিটাইম ট্রেড অপারেশন জানায়, হরমুজ প্রণালির সন্নিকটে অবস্থিত ফুজাইরাহ এলাকা থেকে ৫০ নটিক্যাল মেইল দূরে জাহাজটিকে আটক করা হয়।

সমুদ্রে জাহাজের গতিবিধি পর্যবেক্ষণ করা প্রতিষ্ঠানগুলোর দেয়া তথ্যমতে এরিস জাহাজটি ইসরায়েলি ব্যবসায়ী ইয়াল অফারের প্রতিষ্ঠান জোডিয়াক মেরিটাইমের মালিকানাধীন।

জাহাজ আটকের বিষয়ে জোডিয়াক মেরিটাইম এখনও কিছু জানায়নি।

গত মঙ্গলবার প্রয়োজনে হরমুজ প্রণালি বন্ধ করে দেয়ার হুঁশিয়ারি দিয়েছিলেন ইরানের বিপ্লবী গার্ড কোরের নৌবাহিনীর প্রধান আলীরেজা তাংসিরি।

এক সাক্ষাৎকারে তিনি সংযুক্ত আরব আমিরাতে ইসরায়েলের উপস্থিতিকে ইরানের জন্য হুমকি হিসেবে উল্লেখ করেন এবং সিরিয়ায় দূতাবাসে হামলার বিপরীতে পাল্টা হামলা চালানোর হুমকি দেন।

news24bd.tv/ab