কালিয়াকৈরে আগুনে পুড়লো ১০ দোকান ও অর্ধশতাধিক বসতঘর

কালিয়াকৈরে আগুনে পুড়লো ১০ দোকান ও অর্ধশতাধিক বসতঘর

অনলাইন ডেস্ক

গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা পল্লী বিদ্যুৎ এলাকায় অগ্নিকাণ্ডে ১০টি দোকান ও অর্ধশতাধিক বসতঘর পুড়ে গেছে। শনিবার (১৩ এপ্রিল) বিকেলে তুলার গোডাউন থেকে আগুন লেগে তা চারিপাশে ছড়িয়ে যায়। পরে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।  

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে একটি তুলার গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়।

শুরুতে স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ৩টি ও কোনাবাড়ি থেকে এটি ইউনিট প্রায় দেড় ঘণ্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।

ফায়ার সার্ভিস জানায়, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

এ ঘটনায় হতাহতের খবর পাওয়া যায়নি। তাৎক্ষণিক ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি, পরে তদন্ত সাপেক্ষে জানানো হবে।

news24bd.tv/আইএএম