আর চাকরির পেছনে ছুটবেন না তপু ঘোষ

অপু ঘোষের বাবার আহাজারি

আর চাকরির পেছনে ছুটবেন না তপু ঘোষ

অনলাইন ডেস্ক

বাবা-মায়ের আশা পূরণ করতে আর চাকরির পেছনে ছুটবেন না সদ্য মাস্টার্স পাস করা তপু ঘোষ। বেপরোয়া গতির মোটরসাইকেলের ধাক্কায় তিনি প্রাণ হারিয়েছেন। শনিবার (১৩ এপ্রিল) রাত ৮টার দিকে যশোর-কালনা মহাসড়কের নড়াইল সদর উপজেলার মূলদাঁইড় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় আহত হন আরও তিন জন।

তাদের উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ইজিবাইক চালিয়ে তিল তিল করে লেখাপড়া শিখিয়ে মাস্টার্স পাস করা আশার ধনকে হারিয়ে পাগলপ্রায় তপুর বাবা সঞ্জিব ঘোষ। তার বুকফাঁটা আর্তনাদে  ভারী হয়ে উঠেছে হাসপাতালের পরিবেশ।  

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সমবয়সী চাচার মোটরসাইকেলে নড়াইল শহরে যাচ্ছিলেন তপু।

চাচা-ভাইপো বাড়ির গলিপথ ধরে মহাসড়কে উঠতেই পেছন থেকে বেপরোয়া গতির আরেকটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে দুই মোটরসাইকেলের চার আরোহী সড়কে ছিটকে পড়েন। আহত সবাইকে নড়াইল সদর হাসপাতালে চিকিৎসা দিতে নেওয়ার পথে তপু ঘোষের মৃত্যু হয়। তপু ফরিদপুর রাজেন্দ্র কলেজ থেকে সদ্য মাস্টার্স শেষে পরিবারের অভাব ঘোচাতে চাকরির চেষ্টা করছিল।  

অন্য মোটরসাইকেলের দুই আরোহী যশোর নোয়াপাড়া এলাকার তানভির ও আয়াত। তারা মধুমতী সেতু দেখে নোয়াপাড়া ফিরছিলেন।  

news24bd.tv/আইএএম