হিজবুল্লাহর রকেট হামলার ফল ভুগতে হবে ইরানকে: ইসরায়েল

রকেট হামলা

হিজবুল্লাহর রকেট হামলার ফল ভুগতে হবে ইরানকে: ইসরায়েল

অনলাইন ডেস্ক

হিজবুল্লাহ রকেট হামলা চালানো অব্যাহত রাখলে এর ফল ইরানকে ভুগতে হবে বলে হুঁশিয়ারি দিয়েছে ইসরায়েল ডিফেন্স ফোর্সেস (আইডিএফ)। শনিবার (১৩ এপ্রিল) আইডিএফের মুখপাত্র ড্যানিয়েল হাগারি এক বিবৃতি এ কথা বলেছেন।  

তিনি বলেন, ‘ইরানের হামলা মোকাবিলা করতে তৈরি আছে ইসরায়েল। হামাস, হিজবুল্লাহর মতো জঙ্গি গোষ্ঠীকে মদত দিচ্ছে ইরান।

হাগারির দাবি, ‘ইরানের মদতেই ইসরায়েলের ওপর হামলা চালাচ্ছে হামাস ও হিজবুল্লাহ। ইরান সরকারিভাবে সন্ত্রাসবাদে মদদ দেয়। ইরানের জন্য পশ্চিম এশিয়ায় শান্তি ও স্থিতিশীলতা বিঘ্নিত হচ্ছে। ’

উল্লেখ্য, বেশ কিছুদিন ধরে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র উত্তেজনা বিরাজ করছে।

সম্প্রতি সিরিয়ায় ইরানের কনসুলেটে ইসায়েলি হামলার পর এ উত্তেজনা তৈরি হয়েছে। ইরান যেকোনো সময় ইসরায়েলে হামলা চালাতে পারে বলে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম খবর দিয়েছে। এরই মধ্যে শুক্রবার ইসরায়েলে ৫০টি রকেট ছোড়ে ইরান-সমর্থিত লেবাননের ইসলামিক গোষ্ঠী হিজবুল্লাহ।  

news24bd.tv/আইএএম

এই রকম আরও টপিক