ইরানের ড্রোন ভূপাতিত করলো জর্ডান

ইরানের ছোঁড়া ডজনেরও বেশি ড্রোনকে ভূপাতিত করেছে জর্ডানের বিমান বাহিনী।

ইরানের ড্রোন ভূপাতিত করলো জর্ডান

অনলাইন ডেস্ক

আকাশসীমা ভঙ্গ করায় ইসরায়েলের উদ্দেশ্যে ইরানের ছোঁড়া ডজনেরও বেশি ড্রোনকে ভূপাতিত করেছে জর্ডানের বিমান বাহিনী। হামলার প্রেক্ষিতে জর্ডানের সামরিক বাহিনীকে উচ্চ সতর্কতায় রাখা হয়েছে এবং রাডারের সাহায্যে ইরাক ও সিরিয়ার দিক থেকে কোনো ড্রোন আসছে কিনা সেটি পর্যবেক্ষণ করা হচ্ছে। খবর রয়টার্সের।

সিরিয়ার নিকটবর্তী জর্ডানের উত্তরাঞ্চল, মধ্যাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের বাসিন্দারা রাতভর আকাশে ভারী সংঘর্ষের শব্দ শুনেছে।

রাজধানী আম্মানের দক্ষিণের এলাকাগুলোতে বেশকিছু ভূপাতিত ড্রোনকে পড়ে থাকতে দেখা গেছে।

শনিবার (১৩ এপ্রিল) ইরানী হামলা ঠেকাতে সবধরণের ফ্লাইটের জন্য নিজেদের আকাশসীমা বন্ধ করার ঘোষণা দিয়েছিল জর্ডান। জর্ডান সরকারের মুখপাত্র মুহান্নাদ মুবাইদিন দেশে জরুরী অবস্থা ঘোষণা করার কথা অস্বীকার করেছেন এবং নাগরিকদের ভয়ের কিছু নেই বলে জানিয়েছেন।

জর্ডানের পাশ্ববর্তী দেশ সিরিয়া ও ইরাকে ইরান সমর্থিত প্রক্সি গোষ্ঠীগুলো সক্রিয় রয়েছে।

জর্ডানের আরেক পাশে ইসরায়েল অবস্থিত হওয়ায় দেশটি দুই পক্ষের সংঘর্ষের মাঝখানে পড়ে যাওয়ার আশঙ্কায় রয়েছে। এছাড়া, গাজায় ইরান সমর্থিত হামাসের সাথে ইসরায়েলের সংঘাতকেও গভীরভাবে পর্যবেক্ষণ করছে দেশটি।

গত বছরের শেষদিকে জর্ডান তাদের সীমান্তে প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা মোতায়েন করার জন্য যুক্তরাষ্ট্রকে অনুরোধ করেছিল। এরপর থেকেই যুক্তরাষ্ট্র জর্ডানকে দেয়া সামরিক সাহায্যের পরিমাণ বৃদ্ধি করেছে।

জর্ডান হচ্ছে যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ আঞ্চলিক মিত্র এবং দেশটিতে মার্কিন সেনাদের উপস্থিতি রয়েছে।

news24bd.tv/ab

এই রকম আরও টপিক