বান্দরবানে ব্যাংকে হামলার ঘটনায় আরও ৪ কেএনএফ সদস্য গ্রেপ্তার

আরও চারজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

বান্দরবানে ব্যাংকে হামলার ঘটনায় আরও ৪ কেএনএফ সদস্য গ্রেপ্তার

অনলাইন ডেস্ক

বান্দরবানের রুমায় সোনালী ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় দায়েরকৃত মামলায় আরও চারজন কেএনএফ সদস্যকে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

গ্রেপ্তারকৃতরা হলো- রুমা উপজেলার রেমাক্রী পাংসা ইউনিয়নের জাদিপাই পাড়ার লাল রৌবত বম প্রা: আপেল (২৭), সদর উপজেলার কুহালং ইউনিয়নের চিনলুং পাড়ার লাল লম থার বম প্রা: আলম (৩১), রুমা উপজেলা পাইন্দু ইউপির মুননুয়াম পাড়ার মিথুসেল বম প্র: আমং(২৫), সদর উপজেলার কানা পাড়ার লাল রুয়াত লিয়ান বম (৩৮)।

পুলিশ জানায়, গত ২ এপ্রিল বান্দরবানের রুমা সদরের সোনালী ব্যাংকে হামলা ও লুটের ঘটনায় দায়ের করা পাঁচটি মামলায় কেএনএফের সহযোগী হিসেবে চারজনকে রুমা উপজেলা এবং বান্দরবানের সদর উপজেলায় অভিযান চালিয়ে গ্রেপ্তার করেছে যৌথবাহিনী।

এদিকে, যাচাই-বাছাই শেষে তাদের রোববার (১৪ এপ্রিল) বান্দরবান চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করলে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এএসএম এমরানের আদালত আসামিদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয়।

বান্দরবান জেলা পুলিশের তথ্যমতে, বান্দরবানের রুমা ও থানচিতে ঘটনার পর এ পর্যন্ত দায়েরকৃত নয় মামলায় এ পর্যন্ত ৫২জনকে গ্রেপ্তার করে কারাগারে পাঠানো হয়েছে।

news24bd.tv/ab