ইরানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল

সংগৃহীত ছবি

ইরানের অভ্যন্তরীণ সব ফ্লাইট বাতিল

অনলাইন ডেস্ক

ইসরায়েলে ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়ে হামলা চালিয়েছে ইরান। তারই প্রেক্ষিতে ইরানের রাজধানী তেহরানের মেহরাবাদ বিমানবন্দর এবং ইরানের আরও কয়েকটি শহরের বিমানবন্দর সোমবার (১৫ এপ্রিল) সকাল পর্যন্ত অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল করেছে।

এদিকে ইরাকে সমস্ত বিমান চলাচল স্থগিত করার কয়েক ঘন্টা পর আবার তাদের আকাশসীমা পুনরায় চালু করেছে। ইসরায়েলের মতো জর্ডান, ইরাক এবং লেবানন তাদের নিজ নিজ আকাশসীমা বন্ধ করে দিয়েছিল।

ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কোর (আইআরজিসি) জানিয়েছে, স্থানীয় সময় শনিবার ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে কয়েক ডজন ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে ইরান। ‘ট্রু প্রোমিজ’ নামে অভিযানের আওতায় এসব ড্রোন ও ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে।

গত ১ এপ্রিল সিরিয়ায় তেহরানের কনস্যুলেটে হামলার পর ইরান প্রতিশোধ নেওয়ার প্রতিজ্ঞা করে। ইরান হামলার জন্য ইসরায়েলকে দায়ী করে।

হামলায় একাধিক ইরানি কমান্ডার নিহত হন। সেই হামলার জবাবে এসব ক্ষেপণাস্ত্র ও ড্রোন ছুড়েছে ইরান।

news24bd.tv/DHL