পাল্টা হামলা চালালে ইসরায়েলকে দেখে নেওয়ার হুঁশিয়ারি তেহরানের

ছবি: আল জাজিরা

পাল্টা হামলা চালালে ইসরায়েলকে দেখে নেওয়ার হুঁশিয়ারি তেহরানের

অনলাইন ডেস্ক

গতকাল শনিবার (১৩ এপ্রিল) ইসরায়েলের ভূখণ্ড লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র এবং ড্রোন ছোড়ে ইরান। সেই হামলার পর পাল্টা হামলার আশঙ্কায় আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

রোববার (১৪ এপ্রিল) ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি বলেছেন, যদি জায়নবাদী শাসকগোষ্ঠী (ইসরায়েল) বা তাদের কোনো মিত্র কোনো রকমের বেপরোয়া আচরণ করে, তবে তারা আরও দৃষ্টান্তমূলক ও কঠোর জবাব পাবে।

গত ১ এপ্রিল সিরিয়ার রাজধানী দামেস্কের ইরানি কনস্যুলেটে হামলা চালিয়েছিল ইসরায়েল।

ওই হামলার পাল্টা জবাব দিতেই গতকালের হামলাটি ছিল বলে জানায় তেহরান।

যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী জানিয়েছেন, গতকাল ইরানের হামলা শুরুর পর যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনী কয়েক ডজন ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করেছে। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন জানিয়েছেন, ইরানের ছোড়া প্রায় সব কটি ক্ষেপণাস্ত্র ও ড্রোন ধ্বংস করতে ইসরায়েলকে সহায়তা করা হয়েছে।  

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল লক্ষ্য করে ইরান তিন শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এর মধ্যে বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে।

news24bd.tv/SC