ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি ইসরায়েলের

ইরানকে চরম মূল্য দিতে হবে বলে হুঁশিয়ারি ইসরায়েলের

অনলাইন ডেস্ক

ইরানের হামলার পর পাল্টা জবাব দিয়েছেন ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিওর হাইয়াত। কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

লিওর হাইয়াত বলেন, গত শনিবার রাতে ইসরায়েলে ৩০০ কিলার ড্রোন, ব্যালিস্টিক ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইরান। এই হামলার উপযুক্ত জবাব দেওয়া হবে।

এর আগে শনিবার ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে বেশ কিছু ক্ষেপণাস্ত্র ছোড়ার কথা জানায় ইরানের রেভল্যুশনারি গার্ডস কোর (আইআরজিসি)। ইসরায়েলি ভূখণ্ড লক্ষ্য করে ইরানের প্রথম কোনো সরাসরি হামলা ছিল এটি। সেই হামলার পর পাল্টা হামলার আশঙ্কায় আরও কঠোর জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছে তেহরান।

ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, ইসরায়েল লক্ষ্য করে ইরান তিন শতাধিক কিলার ড্রোন, ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ক্রুজ ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে।

এর মধ্যে বেশির ভাগ ক্ষেপণাস্ত্রই ইসরায়েলের আকাশসীমায় ঢোকার আগেই ধ্বংস করা হয়েছে।

যদিও ইসরায়েলের দক্ষিণাঞ্চলের একটি সামরিক ঘাঁটিসহ কয়েকটি জায়গা এই হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। সেখানকার অবকাঠামোগুলোয় সামান্য ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।  

news24bd.tv/SC 

এই রকম আরও টপিক