হাসপাতালের প্রিজন সেলে আসামির হামলায় আরেক আসামি নিহত

সংগৃহীত ছবি

হাসপাতালের প্রিজন সেলে আসামির হামলায় আরেক আসামি নিহত

অনলাইন ডেস্ক

বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের প্রিজন সেলে হত্যা মামলার এক আসামি আরেক আসামিকে পিটিয়ে হত্যা করেছে বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত হয়েছেন আরও এক আসামি।  

রোববার (১৪ এপ্রিল) ভোরে এ ঘটনায় হতাহতরা সবাই বরিশাল কেন্দ্রীয় কারাগারের বন্দি বলে জানান বরিশাল কোতোয়ালি মডেল থানার ওসি এটিএম আরিচুল হক।

হামলাকারী আসামির নাম তরিকুল ইসলাম (২৫)।

পটুয়াখালীর গলাচিপা উপজেলার কলাগাছিয়া গ্রামের ফারুক সরদারের ছেলে। তিনি মানসিক রোগী বলে জানা গেছে। তরিকুল পটুয়াখালীর একটি হত্যা মামলার আসামি।  

নিহতের নাম মো. মোতাহার (৬০)।

তিনি বরগুনা জেলার বেতাগী উপজেলার কাউনিয়া গ্রামের রফিজউদ্দিনের ছেলে। এ ঘটনায় আহত হয়েছেন চুরির মামলার আসামি অজিত মণ্ডল।  

বরিশাল মহানগর পুলিশের কোতয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এটিএম আরিচুল হক জানান, হাসপাতালের প্রিজন সেলে চিকিৎসাধীন মানসিক রোগী তরিকুল রোববার সকালে স্যালাইনের স্টিলের স্ট্যান্ড দিয়ে অপর দুই আসামিকে এলোপাতাড়ি পিটিয়েছে। আহত দুজনকে উদ্ধারের পর চিকিৎসাধীন অবস্থায় বেলা ১টার দিকে মোতাহার মারা যান।

আহত অজিত মণ্ডল সার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছে। এ ঘটনায় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

হাসপাতালের একটি সূত্র বলছে, প্রিজন সেলে তখন এক নায়েক ও দুই কনস্টেবল দায়িত্বে ছিলেন। সেলের একটি কক্ষে মানসিক রোগী তরিকুলসহ তিনজন ছিলেন। ভোরে হঠাৎ তরিকুল ঘুমন্ত অপর দুজনের ওপর হামলা করেন।

তখন দায়িত্বরত একজন কনস্টেবল সেলের চাবি সঙ্গে নিয়ে বাইরে নাস্তা খেতে গিয়েছিলেন। ফলে উপস্থিত অপর দুজন তাৎক্ষণিক ভেতরে ঢুকে তরিকুলকে নিবৃত্ত করতে পারেননি।  

হাসপাতাল প্রশাসন বলছে, মানসিক রোগীকে নিয়মানুযায়ী হাসপাতালের মানসিক ওয়ার্ডে রাখার কথা। তাকে অন্য আসামিদের সঙ্গে রেখে চিকিৎসা দেওয়া কারা কর্তৃপক্ষের ভুল সিদ্ধান্ত ছিল।

ডেপুটি জেলার নুর ই আলম সিদ্দিকী বলেন, প্রিজন সেলে একটি ঘটনা ঘটেছে। এর কারণ উদঘাটনে তারা কাজ করছেন।  

বরিশাল কেন্দ্রীয় কারাগারের জ্যেষ্ঠ জেলসুপার রত্না রায় বলেন, কী ঘটেছে তদন্ত ছাড়া বলা যাবে না। দায়িত্বরতদের দায়িত্ব পালনে অবহেলার বিষয়টিও তদন্ত করা হচ্ছে।

news24bd.tv/DHL