শহর ও গ্রামে দামের তফাৎ, সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : নানক

ফাইল ছবি

শহর ও গ্রামে দামের তফাৎ, সিন্ডিকেট ভাঙার চেষ্টা চলছে : নানক

শাহানাজ ইয়াসমিন বিশ্বাস

বস্ত্র ও পাটমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক বলেছেন, জিনিসপত্রের দামের কারণে সরকার সুলভ মূল্যে পণ্য বিক্রি করেছে। এর ফলে সাধারণ মানুষের কষ্ট কমেছে। তবে, গ্রামে আর শহরে পণ্যের দামের অনেক তফাৎ। আমরা এই সিন্ডিকেট ভাঙার চেষ্টা করে যাচ্ছি।

সোমবার সচিবালয়ে এক সভায় মন্ত্রী বলেন, এবারের ঈদ ভালো সারাদেশের মানুষের ভালো কেটেছে। ঈদের পরপরই বাঙালির বড় উৎসব পহেলা বৈশাখ পালিত হয়েছে। সেখানেও নিরাপত্তার কোনো ঘাটতি ছিলো না। এটা শুধু শেখ হাসিনা সরকারই পারে।

নানক আরও বলেন, এবার ঈদ এবং পহেলা বৈশাখের কারণে মানুষ বেশি ছুটি পেয়েছে। যারা ঢাকার বাইরে আছে তাদের ঢাকায় ফিরতে দুই একদিন সময় লাগছে। আশা করছি শিগগিরই সচিবালয়ে স্বাভাবিকভাবে কাজকর্ম শুরু হয়ে যাবে।  

বস্ত্রমন্ত্রী আরও বলেন, রুহুল কবির রিজভীরা যেই বাংলাদেশ দেখছে এখন আর সেই বাংলাদেশ নেই। শেখ হাসিনার হাত ধরে দেশ অনেক দূর এগিয়ে গেছে।  তাই এই বাংলাদেশ সহ্য হচ্ছে না বিএনপি নেতাদের।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক