বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও বাড়তে পারে: আবহাওয়া অফিস

সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ।

বৃষ্টির সম্ভাবনা নেই, তাপমাত্রা আরও বাড়তে পারে: আবহাওয়া অফিস

নিজস্ব প্রতিবেদক

ময়মনসিংহ এবং রংপুরের ছয় জেলা বাদে সারাদেশের ওপর দিয়ে বয়ে যাচ্ছে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ। এই তাপপ্রবাহ আরও কয়েকদিন অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

সোমবার (১৫ এপ্রিল) আবহাওয়া অফিস জানায়, গতকাল সবচেয়ে বেশি ৪০ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। আজকের তাপমাত্রা কোন কোন জেলায় ৪০ থেকে ৪১ ডিগ্রিতে উঠতে পারে।

বৃষ্টি হলে তাপমাত্রা কমতে পারে। তবে স্বাভাবিক বৃষ্টির সম্ভাবনা নেই। পশ্চিমা শুষ্ক বাতাসের কারণে আদ্রতা কম থাকায় অস্বস্তি কিছুটা কম হচ্ছে। তবে রাজধানীতে তাপমাত্রা আজকে বাড়তে পারে।

news24bd.tv/ab