একাত্তরে ওবায়দুল কাদের কলকাতায় সিনেমা দেখে কাটিয়েছেন, ধারণা রিজভীর

একাত্তরে ওবায়দুল কাদের কলকাতায় সিনেমা দেখে কাটিয়েছেন, ধারণা রিজভীর

নিজস্ব প্রতিবেদক

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক সত্যকে অস্বীকার করে জনগণকে বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

সোমবার দুপুরে নয়াপল্টনে এক সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। এসময় তিনি বলেন, পাকিস্তানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে মানসিক অশান্তি থেকে জিয়াউর রহমানকে নিয়ে নেতিবাচক মন্তব্য করছে ক্ষমতাসীনরা।

রিজভী আরও বলেন, জিয়াউর রহমান কোন সেক্টরের মুক্তিযোদ্ধা এটা ওবায়দুল কাদের না জেনে থাকার অর্থ, তিনি স্বাধীনতা বিরোধী শক্তি, না হয় মুক্তিযুদ্ধের সময়ে কোলকাতায় সিনেমা দেখে কাটিয়েছেন।

বিএনপির এই নেতা বলেন, ওবায়দুল কাদের চাকরি রক্ষায় শেখ হাসিনার ইচ্ছে অনুযায়ী কথা বলছেন। আওয়ামী লীগের জন্মের সাথে অখণ্ড পাকিস্তানের মিল আছে। পাকিস্তানী চেতনায় উদ্বুদ্ধ হয়ে হতাশা থেকে এখন জিয়াউর রহমান নিয়ে নেতিবাচক মন্তব্য করেন তারা।

রিজভী আরও বলেন, বাংলা সংস্কৃতি নিয়ে বিভ্রান্তি তৈরি করছেন ওবায়দুল কাদের।

তার বক্তব্য আমলে নিলে এদেশের ভৌগোলিক সীমারেখা নিয়ে প্রশ্ন উঠবে। আওয়ামী লীগ তলে তলে কাউকে খুশি করার চেষ্টা করছে বলেও দাবি করেন রিজভী আহমেদ।

news24bd.tv/FA

এই রকম আরও টপিক