ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলার দেয়ার পথে যুক্তরাষ্ট্র

ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদনের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র।

ইসরায়েলকে ১৪ বিলিয়ন ডলার দেয়ার পথে যুক্তরাষ্ট্র

অনলাইন ডেস্ক

ইরানের বিরুদ্ধে পাল্টা হামলায় অংশ না নিতে চাইলেও ইসরায়েলের জন্য স্থগিত করা ১৪ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদনের দিকে এগোচ্ছে যুক্তরাষ্ট্র। সহায়তার পক্ষ নিয়ে রোববার (১৪ এপ্রিল) মার্কিন সরকারের একজন উচ্চপদস্থ কর্মকর্তা ইসরায়েলের নিজেকে রক্ষা করার অধিকারের কথা উল্লেখ করেন। খবর আল জাজিরার।

এদিকে, ইরানে পাল্টা হামলার জন্য একমত হয়েছে ইসরায়েলের যুদ্ধকালীন মন্ত্রিসভা।

তবে, কখন এবং কি ধরণের আঘাত করা হবে সে ব্যাপারে বিভক্ত অবস্থায় রয়েছেন মন্ত্রিসভার পাঁচজন সদস্য।  

ইসরায়েলে ইরানের হামলা প্রসঙ্গে এনবিসি চ্যানেলের কাছে যুক্তরাষ্ট্রের অবস্থান ব্যাখ্যা করতে গিয়ে হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা জন কিরবি জানান, ইসরায়েলকে রক্ষা করার ব্যাপারে আমরা বদ্ধপরিকর। তবে ইরানের সাথে আমরা কোনো যুদ্ধ চাই না।

মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে রিপাবলিকান আইনপ্রণেতা ও প্রতিনিধি পরিষদের স্পিকার মাইক জনসন যুক্তরাষ্ট্রের মিত্রদের জন্য ৯৫ বিলিয়ন ডলারের সহায়তা প্যাকেজ অনুমোদনের ব্যাপারে চেষ্টা করার কথা জানিয়েছেন।

এই সহায়তা প্যাকেজ অনুমোদিত না হওয়ার পেছনে প্রধান ব্যক্তি তিনিই ছিলেন।

সহায়তা প্যাকেজের ৯৫ বিলিয়ন ডলারের মধ্যে ইসরায়েলের জন্য ১৪ বিলিয়ন ডলার, ইউক্রেনের জন্য ৬০ বিলিয়ন ডলার এবং এশিয়ায় যুক্তরাষ্ট্রের অন্যান্য মিত্রদের জন্য ২১ বিলিয়ন ডলার রয়েছে।

news24bd.tv/ab