ঘরে ফেরার আকুতি নিয়ে পুলিশ সুপারের দ্বারে

ঘরে ফেরার আকুতি নিয়ে পুলিশ সুপারের দ্বারে

নড়াইল প্রতিনিধি

নড়াইলের পিরোলী গ্রামে একটি হত্যাকাণ্ডের জেরে দীর্ঘ ৯মাস ভিটেমাটি ছাড়া ভুক্তভোগীরা পুলিশ সুপারের কাছে বাড়িঘরে ফেরার আকুতি নিয়ে তার কার্যালয়ে সমবেত হয়েছেন।

সোমবার (১৫এপ্রিল) বেলা ১২টার দিকে নানা বয়সের শতাধিক মানুষ পুলিশ সুপারের কার্যালয়ে গিয়ে লিখিত অভিযোগ দেন। এ ব্যাপারে পুলিশ সুপার দ্রুত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়েছেন।

ভুক্তভোগীরা জানায়, নড়াইলের কালিয়া উপজেলার পিরোলী গ্রামের ইউনিয়ন যুবলীগ সদস্য আজাদ শেখ দুর্বৃত্তদের হাতে খুন হন।

হত্যার জেরে নিহতের দলীয় পতিপক্ষ ২০জন আসামি হলেও গ্রামের প্রায় ২শ’ পরিবারের বাড়িঘরে স্মরণকালের ভয়াবহ ধ্বংসযক্ষ চালিয়ে গ্রাম ছাড়া করা হয়। সেই থেকে বাড়ি-ঘরে স্বাভাবিক জীবনে ফিরতে না পেরে ৯মাস ধরে যেখানে সেখানে বসবাস করে চরম মানবেতর দিন পার করছে। এ অবস্থা থেকে স্বাভাবিক জীবনে ফেরার আকুতি নিয়ে সোমবার (১৫এপ্রিল) ভুক্তভোগীরা পুলিশ সুপারের কার্যালয়ে যান। পরে তারা পুলিশ সুপার বরাবর একটি লিখিত অভিযোগ দেন।

এ ব্যাপারে পুলিশ সুপার মো. মেহেদী হাসান বলেন, আজাদ হত্যা মামলা দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তরে পদক্ষেপ নেওয়া হচ্ছে। যারা অপরাধি প্রচলিত আইনে তাদের বিচার হবে। যারা বাড়ি-ঘরে ফিরতে পারছে না ১০/১৫দিনের মধ্যে তাদের বাড়ি ফেরার আশ্বাস দেন তিনি।

প্রসঙ্গত, আজাদ হত্যা মামলার ৬ আসামি বাদে সবাই আদালত থেকে জামিনে আছেন।

news24bd.tv/তৌহিদ