ফিরছে মানুষ, বাড়ছে দুশ্চিন্তা

ফিরছে মানুষ, বাড়ছে দুশ্চিন্তা

নিজস্ব প্রতিবেদক

ঈদের ছুটি শেষে ট্রেন, লঞ্চ ও সড়কপথে ঢাকায় ফিরছে মানুষ। তবে নিরাপদ হওয়ায় ট্রেনে ঢাকায় ফেরা মানুষের চাপ কিছুটা বেশি।

মঙ্গলবার সকালে বিমানবন্দর রেলওয়ে স্টেশনে দেখা যায়, ঈদ শেষে ঢাকায় ফেরা মানুষের চাপ অনেকটাই কমতে শুরু করেছে। ঈদ ও পহেলা বৈশাখের ছুটির পর যারা অতিরিক্ত ছুটি নিয়েছিলেন তারা এখন ঢাকায় ফিরছেন।

এছাড়া ট্রেনের শিডিউল বিপর্যয়ের কোনো অভিযোগ নেই। ঝক্কি ঝামেলা ছাড়াই ঢাকায় ফিরতে পেরে স্বস্তি প্রকাশ করেন সাধারণ মানুষ।

সকাল থেকে পদ্মা সেতুতে যানবাহনের চাপ গত দুদিনের চেয়ে বেড়েছে। হাজার যানবাহন যাত্রী নিয়ে প্রবেশ করছে ঢাকা অভিমুখে।

তবে এবার ঈদ যাত্রা শান্তি দায়ক হওয়ায় পরিবার ও আত্মীয়-স্বজনদের সঙ্গে ঈদ করতে পেরে নিজেদের সৌভাগ্যবান মনে করছেন যাত্রীরা।

কিন্তু সড়ক দুর্ঘটনা ঈদ আনন্দে অনেকটাই ভাটা ফেলেছে। আজ সকালে ফরিদপুরে বাস পিকআপ সংঘর্ষে নিহত হয়েছেন ১৪ জন। এ ঘটনায় আহত আরও অনেকে।

news24bd.tv/FA