ইরান কাউসার ও হুদহুদ নামের দু'টি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে 

কাউসার ও হুদহুদ নামের দুটি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে ইরান

ইরান কাউসার ও হুদহুদ নামের দু'টি স্যাটেলাইট উৎক্ষেপণ করছে 

অনলাইন ডেস্ক

ইরান খুব শিগগিরই দু'টি স্যাটেলাইট উৎক্ষেপণ করবে। স্যাটেলাইট দু'টির নাম হচ্ছে, 'কাউসার' এবং 'হুদহুদ'। এরমধ্যে কাউসার হচ্ছে রিমোট স্যান্সিং স্যাটেলাইট। অন্যদিকে হুদহুদ হচ্ছে ন্যারোব্যান্ডের টেলিকমিউনিকেশন স্যাটেলাইট।


ইরানের মহাকাশ গবেষণা বিষয়ক সংস্থার প্রধান হোসেইন শাহরাবি বলেন, এই দু'টি স্যাটেলাইট রাশিয়ার লঞ্চার ব্যবহার করে মহাকাশে পাঠানো হবে। সূত্র পার্স টুডে।
হোসেইন শাহরাবি বলেন বলেন, ইরান ইন্টারনেট অব থিংগস বা আইওটি এবং সেন্সিং ক্ষেত্রে আন্তর্জাতিক অঙ্গনে প্রভাব ফেলতে চায় ।
দু'টি স্যাটেলাইটকে একত্রিত করে তা একসঙ্গে উৎক্ষেপণ করা  টেলিযোগাযোগ এবং সেন্সিং তৎপরতা চালাতে বাড়বে বলে মনে করা হচ্ছে ।

news24bd.tv/ডিডি