লিটার প্রতি ১৭৩ টাকায় বিক্রি হবে সয়াবিন তেল

সংগৃহীত ছবি

লিটার প্রতি ১৭৩ টাকায় বিক্রি হবে সয়াবিন তেল

নিজস্ব প্রতিবেদক

মঙ্গলবার (১৬ এপ্রিল) থেকে সয়াবিন তেলের পূর্বের দাম কার্যকর করা হয়েছে। ফলে প্রতি লিটার ১৭৩ টাকা দরে খোলাবাজারে বিক্রি হবে সয়াবিন তেল। বাংলাদেশ ভেজিটেবল অয়েল রিফাইনার্স এন্ড বনস্পতি ম্যানুফ্যাকচারার্স এসোসিয়েশন এক বিবৃতিতে এই তথ্য জানিয়েছে।

সংগঠনটির নির্বাহী কর্মকর্তা নুরুল ইসলাম মোল্লা স্বাক্ষরিত বিবৃতিতে বলা হয়, গত ৭ ফেব্রুয়ারি লিটার প্রতি ১০ টাকা কমিয়ে ভোজ্যতেলের নতুন দাম কার্যকর করা হয়।

সোমবার (১৫ এপ্রিল) ঘোষণাটির মেয়াদ শেষ হওয়ায় এবং নতুন করে মূল্যবৃদ্ধির কোনো সিদ্ধান্ত না হওয়ায় মঙ্গলবার থেকে পূর্বের দামে বিক্রি হবে সয়াবিন ও পাম তেল।

বিবৃতি অনুযায়ী, প্রতি লিটার সয়াবিন তেলের দাম ১৭৩ টাকা ও খোলা পাম তেল প্রতি লিটারের দাম ১৩২ টাকা। পাশাপাশি, সয়াবিন তেলের পাঁচ লিটারের বোতল বিক্রি হবে ৮৪৫ টাকায়।

news24bd.tv/ab